Advertisement
Advertisement
Directors guild

বন্ধ হয়ে গেল ডিরেক্টরস গিল্ড, পদত্যাগ দুই ভাইস প্রেসিডেন্ট-সহ ৮ সদস্যের

দীর্ঘদিন ধরেই চলছিল টানাপোড়েন।

Directors guild of tollywood close down

ফাইল ছবি

Published by: Arani Bhattacharya
  • Posted:June 3, 2025 8:38 pm
  • Updated:June 5, 2025 10:50 am   

বিশেষ সংবাদদাতা: বন্ধ হয়ে গেল ডিরেক্টরস গিল্ড। নতুন ডিরেক্টরস গিল্ড থেকে পদত্যাগ করলেন ২ জন ভাইস প্রেসিডেন্ট, ২ জন যুগ্ম সচিব ও চারজন ইসি মেম্বার। 

Advertisement

ফেডারেশন বনাম পরিচালক গিল্ডের দ্বন্দ্ব নতুন নয়! গতবছর থেকেই একাধিকবার ইন্ডাস্ট্রির অন্দরমহলের দ্বন্দ্ব চর্চার শিরোনামে বিরাজ করেছে। টলিপাড়ার তিন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায় এবং শ্রীজিৎ রায়কে অসঙ্গতির কারণ দেখিয়ে ‘নিষিদ্ধ’ ঘোষণার পরই আবার নতুন করে মাথাচাড়া দেয় গিল্ড-ফেডারেশন তরজা। মন্ত্রী অরূপ বিশ্বাসের মধ্যস্থতায় যদিও তার সাময়িক সমাধান হয়, তবে সমস্যা পুরোপুরি মেটেনি। পরিচালক ও ফেডারেশনের এই সংঘাতে নতুন পরিচালক গিল্ড নামে পরিচিত ডিএইআই-এর সদস্যরা সরাসরি ভূমিকা নিয়েছিলেন। কিন্তু সংগঠনের সভাপতি স্বরূপ বিশ্বাস নতুন পরিচালক গিল্ডের সদস্যদের মান্যতা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েও দিয়েছিলেন। এর পর থেকেই একের পর এক পরিচালক ডিএইআই-এর সদস্যপদ ছাড়তে শুরু করেন।

এদিন ডিরেক্টরস গিল্ড থেকে পদত্যাগ করেন ভাইস প্রেসিডেন্ট রানা বন্দ্যোপাধ্যায়, সৌমেন হালদার,  যুগ্ম সচিব শ্রীজিৎ রায় ও সুদীপ নাগ, ইসি সদস্য নীতীন মান্না, শীর্ষেন্দু, অয়ন চক্রবর্তী, পম্পি ঘোষ মুখোপাধ্যায়। তবে ইসি সদস্য শুভম দাশগুপ্ত এবং কোষাধ্যক্ষ কৃষ্ণা রয় এখনই পদত্যাগ করছেন না বলেই খবর। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ