Advertisement
Advertisement
Tollywood

দ্বন্দ্ব অতীত! ফেডারেশনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান টলিপাড়ার পরিচালকরা

অন্যায়ের বিরুদ্ধে মুখ খুললেন পরিচালকেরা। জানালেন ফেডারেশনের বিরুদ্ধে মিথ্যাচারের কথাও।

Directors guild and federation controversy ended up
Published by: Arani Bhattacharya
  • Posted:June 5, 2025 10:30 am
  • Updated:June 5, 2025 11:22 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বন্দ্ব অতীত! এবার ফেডারেশনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান টলিপাড়ার পরিচালকরা। প্রায় এক বছর ধরে অন্তর্দ্বন্দ্বের যে অধ্যায় বাংলা সিনে জগতে চলছিল তা আপাতত শেষ বলেই মনে করা হচ্ছে।  

Advertisement

তাৎপর্যপূর্ণ ভাবে, ফেডারেশনের বিরুদ্ধে এক ঝাঁক মিথ্যা অভিযোগ করা হয়েছে বলেও সোশাল মিডিয়ায় দাবি করেছেন পরিচালকদের একাংশ। সেই তালিকায় রয়েছেন, জয়দীপ মুখোপাধ্যায়, অয়ন চক্রবর্তী, রাজা চন্দ, শ্রীজিৎ রায়, শমীক বোস-সহ আরও অনেকেই। তাঁদের কথায়, বছরখানেক আগে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের শুটিংয়ে যে জটিলতা তৈরি হয়েছিল সেখান থেকেই সমস্যার সূত্রপাত। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এই দ্বন্দ্বে ইন্ধন জুগিয়েছেন টলিপাড়ার কিছু পরিচালকরা। এতে ফেডারেশনের দায় নেই। পরিচালকদের সঙ্গে কলাকুশলিদের দূরত্ব তৈরির জন্যই নাকি এটা করা হয়েছিল। ফেডারেশন শুটিংয়ের কাজে সমস্ত সাহায্যে রাজি ছিল। তা সত্বেও নারাজ ছিলেন ডিরেক্টরস গিল্ডের বেশ কিছু পরিচালক।

 

উল্লেখ্য, গত মঙ্গলবার ডিরেক্টরস গিল্ড থেকে পদত্যাগ করেন আটজন। ফেডারেশনের পাশে থাকার বার্তা দিয়েছিলেন তাঁরা। বলে রাখা ভালো, রাহুল মুখোপাধ্যায়ের শুটিংয়ের ঘটনা নিয়ে তোলপাড় হওয়ার পর টলিপাড়ার তিন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায় এবং শ্রীজিৎ রায়কে অসঙ্গতির কারণ দেখিয়ে ‘নিষিদ্ধ’ ঘোষণার পরই আবার নতুন করে মাথাচাড়া দিয়েছিল গিল্ড-ফেডারেশন তরজা। মন্ত্রী অরূপ বিশ্বাসের মধ্যস্থতায় সাময়িক সমাধান হলেও সমস্যা পুরোপুরি মেটেনি। পরিচালক ও ফেডারেশনের এই সংঘাতে নতুন পরিচালক গিল্ড নামে পরিচিত ডিএইআই-এর সদস্যরা সরাসরি ভূমিকা নিয়েছিলেন। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ