Advertisement
Advertisement
Prabhat Roy

গুরুতর অসুস্থ প্রভাত রায়, হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ পরিচালক

বুধবার রাতে জটিল অস্ত্রোপচার হয় বর্ষীয়ান পরিচালকের।

Director Prabhat Roy is hospitalised
Published by: Sandipta Bhanja
  • Posted:May 15, 2025 12:09 pm
  • Updated:May 15, 2025 3:19 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুতর অসুস্থ প্রভাত রায়। কিডনি সংক্রান্ত সমস্যায় দিন কয়েক ধরেই ভুগছিলেন। ডায়ালিসিসের পর বাড়িও ফেরেন সম্প্রতি। তবে শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় ফের হাসপাতাসে ভর্তি করাতে হয় টলিউডের বর্ষীয়ান পরিচালককে। এই কঠিন সময়ে ‘বাবি’র পাশে রয়েছেন কন্যা একতা ভট্টাচার্য।

Advertisement

বর্তমানে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ পরিচালক (Prabhat Roy)। জানা গিয়েছে, বুধবার রাতে জটিল অস্ত্রোপচার হয় প্রভাতবাবুর। কেমন আছেন এখন? সূত্রের খবর, আগের তুলনায় শারীরিক পরিস্থিতি খানিক ভালো হলেও এখনও কিন্তু পুরোপুরি বিপন্মুক্ত নন বর্ষীয়ান পরিচালক। তাই হাসপাতালে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে থাকতে হবে আপাতত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালককে। ডাক্তার জানিয়েছে, পামক্যাথে সংক্রমণ ঘটেছে। আপাতত সেটাই সারিয়ে তোলা মূল লক্ষ্য তাঁদের।

Prabhat Roy

সংবাদমাধ্যমের কাছে একতা ভট্টাচার্য জানিয়েছেন, দিন দুয়েকের জন্য তিনি হায়দরাবাদে গিয়েছিলেন স্বামীর কাছে। যেহেতু কর্মসূত্রে সেখানেই থাকেন একতার স্বামী, তাই প্রভাত রায়ই তাঁকে একপ্রকার জোর করে হায়দরাবাদ পাঠিয়েছিলেন। তবে দূরে গিয়েও সর্বক্ষণ ফোনে বাবার সঙ্গে যোগাযোগ রাখছিলেন তিনি। কিন্তু রাতে ভিডিও কল করে দেখেন, বর্ষীয়ান পরিচালকের চোখের তলা ফুলে রয়েছে। তারপরই পরিস্থিতি বেগতিক দেখে প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করেন একতা এবং হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন।

পরিচালক প্রভাত রায় (Prabhat Roy) মানেই ‘প্রতিদান’, ‘শ্বেত পাথরের থালা’, ‘লাঠি’, ‘পিতৃভূমি’, ‘শুভদৃষ্টি’, ‘যোদ্ধা’, ‘সেদিন চৈত্রমাস’-এর মতো সিনেমা। বাংলার একাধিক তারকাকে সিনেমায় ব্রেক দিয়েছেন তিনি। পেয়েছেন জাতীয় পুরস্কার। এখন বয়সের ভার অনেকটাই। বছর খানেক আগে স্ত্রীকে হারিয়েছেন। নিজেও একাধিকবার অসুস্থতায় ভুগেছেন। তবে আবারও ঘুরে দাঁড়িয়েছেন। জীবনের এই লগ্নে এসে মেয়ে একতার হাত ধরে নতুন ইনিংস শুরু করেছেন তিনি। খুলে ফেলেছেন প্রযোজনা সংস্থা। যেখানে বর্ষীয়ান পরিচালক ছবির বিষয় ভাবনা, চিত্রনাট্য ও সংলাপ লেখার পাশাপাশি ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্বও সামলাচ্ছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ