Advertisement
Advertisement
Dipsita Dhar

রাজনীতির ময়দান থেকে বি টাউনে পা! ওয়েব সিরিজে অভিনয় বামনেত্রী দীপ্সিতার

হাওড়ার বালির মেয়ে একেবারে সোজা বলিউডে।

Dipsita Dhar starts acting in a web series

সিপিএমের যুবনেত্রী দীপ্সিতা ধর। ফাইল ছবি। 

Published by: Sayani Sen
  • Posted:March 13, 2025 9:46 pm
  • Updated:March 13, 2025 9:56 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বাম রাজনীতির ময়দানে তিনি পরিচিত মুখ। আর এবার পা রাখলেন অভিনয়ের মঞ্চে। তিনি সিপিএম নেত্রী দীপ্সিতা ধর। জেএনইউয়ের প্রাক্তনীকে অভিনয় করতে দেখা যাচ্ছে। হাওড়ার বালির মেয়ে একেবারে সোজা বলিউডে। চমকে গিয়েছেন অনেকেই। প্রীতীশ নন্দী কমিউনিকেশনের সিরিজ ‘জিদ্দি গার্লস’-এ অভিনয় করেছেন তিনি। অ‌্যামাজন প্রাইমে এই ওয়েব সিরিজের প্রথম এপিসোড ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে।

Advertisement

জানা গিয়েছে, এই সিরিজটি পাঁচ কলেজ পড়ুয়ার। কলেজের কড়া প্রিন্সিপালের অধীনে থেকে বন্ধুত্ব, ভালবাসা এবং লক্ষ‌্য আবিষ্কার করার চ‌্যালেঞ্জের মুখোমুখি হবে তারা। আর কলেজে উঠবে লড়াইয়ের স্লোগানও। বর্তমানে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের শীর্ষ পদেও রয়েছেন দীপ্সিতা। অ‌্যামাজন প্রাইমে সদ‌্য মুক্তি পেয়েছে মেয়েদের কলেজ ও হোস্টেল জীবন নিয়ে তৈরি এই ওয়েব সিরিজ ‘জিদ্দি গার্লস’। আন্দোলনরত তরুণীর ভূমিকাতেই দেখা গিয়েছে সিপিএম নেত্রীকে। এই সিরিজে অভিনয় করেছেন নন্দিতা দাস, দিয়া দামিনী, লিলেট দুবের মতো শিল্পীরাও।

এক সপ্তাহ ধরে দিল্লি ও মুম্বইয়ে শুটিং হয়েছে বলে জানিয়েছেন দীপ্সিতা। চরিত্রটি একজন অ‌্যাক্টিভিস্টের। অনুরোধ ছিল তাই ভাঙা হাত নিয়েই শুটিং করেছিলেন বলে জানিয়েছেন দীপ্সিতা ধর। গত লোকসভা নির্বাচনে শ্রীরামপুর কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী করেছিল তাঁকে। কিন্তু ভোট যুদ্ধে হেরে গিয়েছিলেন দীপ্সিতা। ভোট যুদ্ধে সফলতা না আসায় এবার কি রাজনীতির পাশাপাশি অভিনয়ের দিকেও ঝুঁকছেন জেএনইউয়ের প্রাক্তনী, প্রশ্ন রাজনৈতিক মহলে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement