Advertisement
Advertisement
Dino Morea Mithi River Scam

ভারী বর্ষণে জলমগ্ন মুম্বই, ৬৫ কোটির পলি নিষ্কাশন দুর্নীতিতে ডিনো মোরিয়াকে তলব পুলিশের

মূল অভিযুক্তের সঙ্গে ফোনে ঘন ঘন কথা ডিনোর। ফাঁস তথ্য!

Dino Morea Summoned By Mumbai Police's EOW In Mithi River Scam
Published by: Sandipta Bhanja
  • Posted:May 26, 2025 3:59 pm
  • Updated:May 26, 2025 3:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলে বর্ষার আগমন ঘটতেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে মুম্বই, পুণে-সহ উপকূলবর্তী এলাকাগুলিতে। রবিবার রাত থেকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। বাণিজ্য নগরীতে থমকে জনজীবন। ব্যাহত বিমান ও ট্রেন পরিষেবাও। এমতাবস্থাতেই সোমবার মিঠি নদীর পলি নিষ্কাশন দুর্নীতিতে অভিনেতা ডিনো মোরিয়াকে তলব করল মুম্বই পুলিশ। সংশ্লিষ্ট মামলায় ৬৫ কোটি টাকার আর্থিক জালিয়াতের অভিযোগ রয়েছে।

Advertisement

বাণিজ্যনগরীতে মিঠি নদী (Mithi River Scam) বরবারই গুরুত্বপূর্ণ। বন্যা প্রতিরোধের জন্য এই নদীখাতের পলি পরিষ্কার করার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করেছিল মুম্বই প্রশাসন। আর সেখানেই একটা বড় অঙ্কের টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে। এবার চলতি মরশুমে যখন ভারী বর্ষণের জন্য জলমগ্ন মুম্বই, এমতাবস্থাতেই সোমবার ডিনো মোরিয়াকে ডেকে পাঠাল মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা। সংশ্লিষ্ট মামলায় জাল নথি পেশ, তহবিল তছরূপের অভিযোগ রয়েছে। সূত্রের খবর, মিঠি নদীর পলি নিষ্কাশনের জন্য প্রশাসনের তরফে যে টাকা দেওয়া হয়েছিল, সেটা খরচ করা হয়নি। তদন্তে উঠে এসেছে আরেক চাঞ্চল্যকর তথ্যও। জানা গেল, মিঠি নদী পরিষ্কার করার জন্য যে কর্মীদের নিযুক্ত করা হয়েছিল, তারা ভুয়ো লগবুক, স্লিপ জমা দিয়েছে। শুধু তাই নয়, ভাড়া করা যন্ত্রপাতি বাবদ অতিরিক্ত ৩ কোটি টাকার বিল বানানোর অভিযোগও রয়েছে। এবার সংশ্লিষ্ট মামলার তদন্ত এগোতেই অভিনেতা ডিনো মোরিয়ার নাম উঠে এসেছে। এরপরই মুম্বই পুলিশের তরফে তাঁকে তলব করা হয়। প্রশ্ন উঠেছে কীভাবে এই মামলার সঙ্গে ডিনো মোরিয়ার নাম জুড়ল?

মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা সূত্রে খবর, মামলায় মূল অভিযুক্ত কেতন মেহেতার সঙ্গে ডিনো মোরিয়া এবং তাঁর ভাই সান্তিনো মোরিয়ার একাধিকবার ফোনে কথা হয়েছে। কল লিস্ট ঘেঁটে সেই তথ্য প্রকাশ্যে আসতেই এবার ডাক পড়ল বলিউড অভিনেতার। প্রসঙ্গত, মিঠি নদীর পলি সরানো এবং সৌন্দর্যায়ন প্রকল্প সম্পর্কিত নানা কাজে হাজার কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। আর সেই মামলাতেই বর্তমানে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই আর্থিক দুর্নীতির জন্য সরকারি তহবিলের যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই হিসেব নিকেশ করতেই এবার আরও জোরদার তদন্ত শুরু হয়েছে। মে মাসের ৩ তারিখ সিট গঠন করেছে মুম্বই পুলিশ। সেই প্রেক্ষিতেই ১৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে ইতিমধ্যে। যে তালিকায় পাঁচ ঠিকাদারও রয়েছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement