Advertisement
Advertisement
Dilljit Dosanjh Sardar Ji 3

দিলজিতের ‘সর্দার ৩’-এ একগুচ্ছ পাকিস্তানি শিল্পী, পহেলগাঁওয়ের পরও শিক্ষা হয়নি? বয়কটের ডাক বিজেপির

গেরুয়াপন্থী ফিল্ম সংগঠনের রোষানলে 'সর্দার ৩'।

Diljit Dosanjh's Sardar Ji 3 Faces Ban Call From BJP Film Body
Published by: Sandipta Bhanja
  • Posted:June 11, 2025 8:54 pm
  • Updated:June 11, 2025 8:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুন মাসের ২৭ তারিখ মুক্তি পাওয়ার কথা ‘সর্দার ৩’ ছবির। দিন কয়েক আগেই ক্যামেরার নেপথ্যের একগুচ্ছ মুহূর্ত শেয়ার করে ‘খাল কেটে বিতর্ককে হাঁক দিয়েছিলেন’ দিলজিৎ দোসাঞ্ঝ। তবে এবার জটিলতা আরও বাড়ল গেরুয়াপন্থী ফিল্ম সংগঠন চিত্রপট কামগর অঘোরীর বয়কটের দাবিতে। আসলে একাধিক পাকিস্তানি শিল্পীকে কাস্ট করেই বিপাকে পড়েছেন দিলজিৎ।

Advertisement

পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ধর্মের নামে নির্বিচারে হত্যালীলা ঘটানোর সন্ত্রাসে পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে ভারতের মনে ক্ষোভ-বিদ্বেষের সঞ্চার হয়েছে। যার জেরে রোষানলে পড়তে হচ্ছে পাকিস্তানি তারকাদেরও। প্রতিবেশী দেশের তারকাদের শোকপ্রকাশ দেখে নেটপাড়ার একাংশ ‘কুম্ভীরাশ্রু’ বলেও কটাক্ষ করেছে। শুধু তাই নয়, বারবার বিশ্বাসঘাতকতার অভিযোগে পাকিস্তানের কোনও শিল্পীকেই ভারতের চৌকাঠ পেরতে দিতে নারাজ সিনে সংগঠনগুলি। জঙ্গিহামলার জেরে প্রতিবেশী দেশের শিল্পীরা যখন রোষানলে, তখন এমন আবহে পাক সুন্দরী হানিয়া আমিরের সঙ্গে পর্দায় রোম্যান্সে মজে দিলজিৎ দোসাঞ্ঝ! আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তেলেবেগুনে জ্বলে উঠেছিলেন নেটিজেনরা। এবার আপত্তি তুলল বিজেপিপন্থী ফিল্ম সংগঠন। জানা গেল, ‘সর্দার ৩’ ছবিতে হানিয়া আমির, নাসির চিন্যোতি, ড্যানিয়েল খাওয়ার এবং সেলিম আলবেলার মতো একাধিক পাক মুলুকের তারকা রয়েছে। আর সেই প্রেক্ষিতেই দিলজিতের কাণ্ডজ্ঞান নিয়ে ক্ষিপ্ত ওই ফিল্ম সংগঠন। চিত্রপট কামগর অঘোরীর তরফে এক বিবৃতি জারি করে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, “ভারতীয় সিনেমায় পাকিস্তানি শিল্পীদের কাজ আমরা মোটেই বরদাস্ত করব না। তাই বিজেপি চিত্রপট কামগর অঘোরীর দাবি, ‘সর্দার ৩’ যেন কোনওমতেই সেন্সর বোর্ডের ছাড়পত্র না পায়। এটা কোনও রাজনৈতিক ইস্যু নয়, এটা দেশের ভাবাবেগ, মান-মর্যাদায় আঘাত করা।” আর সেই প্রেক্ষিতেই বয়কটের দাবি তুলেছে সংশ্লিষ্ট সংগঠন।

প্রসঙ্গত, বলিউডে একসময়ে চুটিয়ে কাজ করেছেন রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলাম থেকে ফাওয়াদ খান, মাহিরা খানের মতো একাধিক শিল্পীরা। তবে পুলওয়ামা কাণ্ডের পর বলিউডের ফিল্ম সংগঠনের কড়া নির্দেশে পাকশিল্পীদের প্রবেশ এদেশে নিষিদ্ধ। তার পর থেকেই পাক নাগরিকরা নানাভাবে বলিউডের খান-কাপুরদের কালিমালিপ্ত করার চেষ্টা করেছে। যদিও এদেশের তারকারা বরাবর বলে এসেছেন, শিল্পীদের কোনও সীমান্ত হয় না, তবে পহেলগাঁও সন্ত্রাসের পর তাঁরাও বেঁকে বসেছেন! জাভেদ আখতারও বলেছেন, একতরফা সম্পর্ক, সম্মান বজায় থাকে না। এদিকে পহেলগাঁওয়ের পর থেকে ভারতে হানিয়া আমির, মাহিরা খান, আলি জাফর, সজল আলিদের মতো একাধিক পাক তারকার সোশাল মিডিয়া অ্যাকাউন্টও ব্লক করে দেওয়া হয়েছে। এমতাবস্থায় কীভাবে পাক তারকাদের কাস্ট করা সিনেমা রিলিজ করেন দিলজিৎ দোসাঞ্ঝ? উঠেছে প্রশ্ন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement