Advertisement
Advertisement
Diljit Dosanjh

মুক্তির পর পাকিস্তানে বিপুল ব্যবসা দিলজিতের ছবির, অভিনেতা বললেন…

পাঞ্জাবি ছবি হিসাবে পাকিস্তানে সর্বোচ্চ ব্যবসা 'সর্দারজি ৩'-এর।

Diljit Dosanjh's film sardarji 3 box office collection in pakistan
Published by: Arani Bhattacharya
  • Posted:June 29, 2025 7:01 pm
  • Updated:June 29, 2025 7:53 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিলজিৎ দোসাঞ্ঝের বহু বিতর্কিত ছবি ‘সর্দারজি ৩’ আন্তর্জাতিক স্তরে মুক্তি পেয়েছে ২৭ জুন। ছবি মুক্তির আগে যেভাবে এই ছবিকে ঘিরে দেশে নানা স্তরে বিতর্ক ও জল্পনা দানা বেঁধেছে। তাতে বারবার সাফাই দিয়েছেন এই ছবি নিয়ে স্বয়ং দিলজিৎ। আশঙ্কা প্রকাশ করেছেন এই ছবি মুক্তি না পেলে ঠিক কতটা আর্থিক ক্ষতি হতে পারে সেই নিয়েও। কিন্তু কোনও কিছুতেই লাভ হয়নি। দেশের স্পর্শকাতর সময়ে শত্রুপক্ষের সঙ্গে কোনওরকম আপসেই রাজি নন দেশের মানুষ।  

Advertisement

বহু অপেক্ষা ও বিতর্কের পর দিলজিতের ছবি ‘সর্দারজি ৩’ মুক্তি পেয়েছে আন্তর্জাতিক স্তরে গত শুক্রবার। আর তারপরেই ছবি ‘সর্দারজি ৩’ পাকিস্তানে বিপুল সাফল্যের মুখ দেখেছে। পাকিস্তানের প্রায় সবকটি সিনেমাহলেই প্রায় এই ছবির শো হাউজফুল। পাকিস্তানে এই ছবি প্রথম দিনেই ব্যবসা করেছে প্রায় ৫ লক্ষ ডলারের বেশি। পাকিস্তানে মুক্তি পাওয়া সর্বোচ্চ ব্যবসা করা ভারতীয় ছবির তালিকায় যোগ হয়েছে এই ছবির নাম। শুধু তাই নয় পাকিস্তানে সর্বোচ্চ ব্যবসা করা পাঞ্জাবি ছবি হিসাবেও এই মুহূর্তে শীর্ষে রয়েছে দিলজিতের ছবি।

সীমান্তের ওপারে এই ছবির সাফল্যে খুশির জোয়ারে ভেসেছেন দিলজিৎ। করেছেন সেই নিয়ে নিজের সোশাল মিডিয়ায় একটি পোস্টও। সেখানে লিখেছেন, ‘২টি সিনেমাহল ইতিমধ্যেই হাউজফুল। দর্শকের থেকে খুব ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। সিনেমাহলে যান ও ছবিটি দেখুন।’ ভারত-পাক সংঘর্ষের আবহে এই ছবি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গোটা দেশ। পাক অভিনেত্রী হানিয়া আমিরের পাশাপাশি এই ছবিতে একাধিক পাক অভিনেতা অভিনেত্রী অভিনয় করার কারণে পহেলগাঁও কাণ্ডের পর এই ছবি নিয়ে তোলপাড় শুরু হয় দেশে। বিনোদন দুনিয়া থেকে শুরু করে দেশের কোনও ক্ষেত্রেই পাকিস্তানের অংশগ্রহণ খুব স্বাভাবিকভাবেই মেনে নিতে নারাজ দেশবাসী। তাই তার হাত থেকে ছাড় পায়নি এই ছবিও। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ