সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকস্তানি শিল্পীদের সঙ্গে অভিনয় করায় ফিল্মি দুনিয়ায় রীতিমতো কোণঠাসা দিলজিৎ দোসাঞ্ঝ! পাঞ্জাবি পপস্টার তথা অভিনেতার ‘সর্দারজি ৩’ ছবির রিলিজ নিয়ে দেশজুড়ে গেল গেল রব। তাঁর দেশপ্রেম নিয়েও প্রশ্ন তোলেন সমালোচকরা! শুধু তাই নয়, বিজেপিপন্থী ফিল্ম সংগঠন ‘চিত্রপট কামগর অঘোরী’র তরফেও দিলজিৎ দোসাঞ্ঝকে বয়কট করার দাবি তোলা হয়। চলতি বিতর্কের মাঝেই শোনা যায়, একাধিক পাক তারকাদের সঙ্গে অভিনয় করায় নাকি দেশাত্মবোধক সিনেমা ‘বর্ডার ২’ থেকে বাদ পড়েছেন দিলজিৎ। এবার একটি ভিডিও শেয়ার করে সেই জল্পনাযজ্ঞেই জল ঢাললেন পাঞ্জাবি সুপারস্টার।
দিলজিৎ বরাবরই নিজের কাজের মধ্য দিয়ে জবাব দিতে অভ্যস্ত। চব্বিশ সালে যখন তাঁর কনসার্ট নিয়ে দেশজুড়ে একের পর এক বিতর্ক হয়েছিল, তখনও নিজস্ব শর্তে অনুষ্ঠান চালিয়ে বুকের পাটার প্রমাণ দিয়েছিলেন গায়ক-অভিনেতা। এবার ‘সর্দারজি ৩’ বয়কট ঝড়ের মাঝে আরও একবার নিন্দুকদের উদ্দেশে কড়া জবাব ছুড়লেন দিলজিৎ। ‘বর্ডার ২’ সিনেমার সেট থেকে ভিডিও পোস্ট করে অভিনেতা বুঝিয়ে দিলেন যে, তিনি বাদ পড়েননি। শুটিং থেকে ক্যামেরার নেপথ্য দৃশ্য ভাগ করে নিয়ে দিলজিৎ দোসাঞ্ঝ ক্যাপশনে শুধু সিনেমার নাম লিখে যাবতীয় জল্পনাকে থামিয়ে দিলেন। সঙ্গে জুড়ে দিয়েছেন ‘সন্দেশে আতে বাজানো হচ্ছিল’ কাল্ট ক্লাসিক গানটি। আর সেই ভিডিওতেই ফিরল জেপি দত্তার অতীত ম্যাগনাম অপাস সিনেমা ‘বর্ডার’-এর নস্ট্যালজিয়া।
View this post on Instagram
ভিডিওতে দেখা গেল, সেনা আধিকারিকের পোশাক পরে ভ্যানিটি ভ্যান থেকে বেরচ্ছেন দিলজিৎ দোসাঞ্ঝ। মাথায় নীল পাগড়ি। তারপরই করজোরে সেটে একাংশের সঙ্গে কুশলমঙ্গল বিনিময় করে নিলেন তিনি। সেখানেই দিলজিৎকে মন দিয়ে চিত্রনাট্যও পড়তে দেখা যায়। উল্লেখ্য, জেপি দত্তার এই ছবির সিক্যুয়েলে অভিনয় করছেন বরুণ ধাওয়ান, সানি দেওল, অহন শেট্টি-সহ আরও অনেকে। সব ঠিক থাকলে ২০২৬ সালের জানুয়ারিতে মুক্তি পেতে পারে ‘বর্ডার ২’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.