Advertisement
Advertisement
Diljit Dosanjh

পাকিস্তানের সঙ্গে খেলা হচ্ছে তাহলে ছবি নিষিদ্ধ কেন! ‘সর্দারজি ৩’ বিতর্কে প্রশ্ন দিলজিতের

নীরবতা ভেঙে কী বললেন দিলজিৎ?

Diljit Dosanjh Breaks Silence On Pahalgam Attack
Published by: Arani Bhattacharya
  • Posted:September 25, 2025 12:04 pm
  • Updated:September 25, 2025 12:22 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার পর পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে ‘সর্দারজি ৩’ ছবিতে অভিনয় করে বিতর্কে জড়িয়েছিলেন গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝ। ভারতে নিষিদ্ধ হয় তাঁর ছবি। এবার মালয়েশিয়ায় কনসার্টে গিয়ে এই নিয়ে মুখ খুললেন দিলজিৎ।

Advertisement

দিলজিৎ বলেন, “আমার দেওয়ার মতো অনেক উত্তর আছে। কিন্তু আমি চুপ করে রয়েছি।” জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে গায়ক-অভিনেতা বলেন, “এটা আমার দেশের জাতীয় পতাকা। যা আমি সবসময় সম্মান করি।” একইসঙ্গে সাম্প্রতিককালে ভারত-পাকিস্তানের মধ্যে হওয়া ক্রিকেট ম্যাচ ঘিরে কটাক্ষের ভঙ্গিমায় দিলজিৎ বলেন, “এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে ক্রিকেট ম্যাচ খেলা যেতে পারে কিন্তু একটা ছবি মুক্তি দেওয়া যায় না। অথচ আমার ছবির শুটিং শেষ হয়েছিল পহেলগাঁও হামলার অনেক আগেই। আর ক্রিকেট ম্যাচগুলি খেলা হচ্ছে বর্তমানে।”

 

উল্লেখ্য, দিলজিৎ দোসাঞ্ঝের বহু বিতর্কিত ছবি ‘সর্দারজি ৩’ আন্তর্জাতিক স্তরে মুক্তি পেয়েছিল ২৭ জুন। ছবি মুক্তির আগে যেভাবে এই ছবিকে ঘিরে দেশে নানা স্তরে বিতর্ক ও জল্পনা দানা বাঁধে তাতে বারবার সাফাই দিয়েছিলেন এই ছবি নিয়ে স্বয়ং দিলজিৎ। আশঙ্কা প্রকাশ করেছেন এই ছবি মুক্তি না পেলে ঠিক কতটা আর্থিক ক্ষতি হতে পারে সেই নিয়েও। কিন্তু কোনও কিছুতেই লাভ হয়নি। দেশের স্পর্শকাতর সময়ে শত্রুপক্ষের সঙ্গে কোনওরকম আপসেই রাজি নন দেশের মানুষ। বিনোদন দুনিয়া থেকে শুরু করে দেশের সব ক্ষেত্রেই পাকিস্তানের অংশগ্রহণ খুব স্বাভাবিকভাবেই মেনে নিতে নারাজ দেশবাসী। তাই তার হাত থেকে ছাড় পায়নি এই ছবিও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ