সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক ছিল আগামী ১৬ সেপ্টেম্বর পালিত হবে জাতীয় চলচ্চিত্র দিবস (National Cinema Day)। ভারতবর্ষের চার হাজারেরও বেশি মাল্টিপ্লেক্সে মাত্র ৭৫ টাকায় সিনেমার টিকিট কিনতে পাওয়া যাবে। কিন্তু সেই তারিখ পালটে গেল। অংশীদারদের কথা রেখেই এই তারিখ পালটানো হয়েছে। মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার (MAI) পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। আর এতেই জল্পনা, ‘ব্রহ্মাস্ত্র’র (Brahmāstra: Part One – Shiva) ব্যবসা অক্ষত রাখতেই তারিখটি পিছোনো হয়েছে।
কোভিডের (COVID-19) প্রকোপ শুরু হওয়ার সময় থেকে দীর্ঘদিন সিনেমা হলগুলি বন্ধ ছিল। পরে যখন প্রেক্ষাগৃহের দরজা খোলে মানুষ মাস্ক পরেই সিনেমা দেখতে ভিড় করেন। বিগত দিনগুলিতে সুপারহিট হয়েছে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’, ‘RRR’, ‘ভুল ভুলাইয়া ২’র মতো সিনেমা। ‘ডক্টর স্ট্রেঞ্জ’, ‘টপ গান: মাভেরিক’-এর মতো সিনেমাও ভারতে ভাল ব্যবসা করেছে। মানুষের হলমুখী হওয়ার এই বিষয়টিকে সেলিব্রেট করতেই জাতীয় চলচ্চিত্র দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রথমে ঠিক করা হয়েছিল, আগামী ১৬ সেপ্টেম্বর জাতীয় চলচ্চিত্র দিবস পালন করা হবে। আর সেই দিন আইনক্স, পিভিআর, কার্নিভাল, সিনেপোলিসের মতো মাল্টিপ্লেক্সের বেশ কিছু জায়গায় ৭৫ টাকার বিনিময়েই সিনেমার টিকিট পাওয়া যাবে। তবে তা হচ্ছে না। মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে টুইট করা হয়েছে আগামী ২৩ সেপ্টেম্বর জাতীয় সিনেমা দিবস পালিত হবে।
The National Cinema Day was previously announced to be held on 16th September, however, on request from various stake holders and in order to maximize participation, it would now be held on 23rd September
— Multiplex Association Of India (@MAofIndia)
অনেকে মনে করছেন, এমনটা করা হয়েছে করণ জোহরের ‘ব্রহ্মাস্ত্র’ ছবির জন্যই। ইতিমধ্যেই অভিযোগ উঠেছে, রণবীর-আলিয়া অভিনীত ছবিটি মুক্তির জন্য হল মালিকদের একাধিক শর্ত দেওয়া হচ্ছে। যেমন টিকিটের দাম বাড়ানো, হলের সবক’টি শোতেই ‘ব্রহ্মাস্ত্র’ চালানোর শর্ত। এর জেরেই কলকাতার ‘প্রিয়া’, ‘নবীনা’র মতো সিঙ্গলস্ক্রিন সিনেমা হলে রণবীর-আলিয়া অভিনীত ছবি দেখানো হচ্ছে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.