Advertisement
Advertisement
Kangana Ranaut

বিতর্কে ‘ঘি’! ‘রামের নাম বদনাম কোরো না…’, ‘আদিপুরুষ’কে কটাক্ষ কঙ্গনার

কী বললেন অভিনেত্রী?

Did Kangana Ranaut take a dig at Adipurush with Ram Ka naam badnaam na karo song in post
Published by: Sandipta Bhanja
  • Posted:June 18, 2023 3:45 pm
  • Updated:June 18, 2023 3:47 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার মুক্তির পর থেকেই ‘আদিপুরুষ’ নিয়ে বিতর্কের অন্ত নেই। সিনেমার সংলাপ, ভিএফএক্স নিয়ে চরম নিন্দা, সমালোচনার ঝড়। এবার বিতর্ক-যজ্ঞে ঘি ঢাললেন কঙ্গনা রানাউত।

Advertisement

বলিপাড়ার যে কোনও ইস্যুতেই আগ বাড়িয়ে কথা বলে বিতর্কের শিরোনামে ঠাঁই পাওয়া অভিনেত্রীর অভ্যেস। এবার ‘আদিপুরুষ’ নিয়ে চলতি বিতর্কের বাজারেও তার অন্যথা হল না। মাস ছয়েক অপেক্ষার পর দর্শকরা প্রেক্ষাগৃহে অতিরিক্ত উৎসাহ নিয়ে পদার্পণ করলে হতাশ হয়ে ফিরতে হয় তাঁদেরকে। দর্শকদের রায়ে ‘আদিপুরুষ’ মারাত্মক হতাশজনক একটা সিনেমা।
ভারতীয় সংস্কৃতির আদি-অনন্তের স্তম্ভ রামায়ণ-এর চরিত্রদের মুখে মেনে নিতে পারেনি দর্শকদের একাংশ। যে হিন্দুপন্থীরা জয় শ্রীরাম ধ্বনিতে প্রচার করতে নেমেছিলেন, তাঁরাই পালটা আদালতের দ্বারস্থ হয়েছেন। এবার ‘আদিপুরুষ’ নিয়ে বড়সড় মন্তব্য কঙ্গনা রানাউতের। যদিও প্রত্যক্ষভাবে নয়, পরোক্ষভাবে বিঁধেছেন। মুখে কোনও কথা না বলেই রাম-সীতা, লক্ষ্ণণ, হনুমানের একাধিক ছবি শেয়ার করে নেপথ্যে গান দিয়ে পোস্ট করেছেন। আর সেখানেই টুইস্ট!

[আরও পড়ুন: অশ্রাব্য সংলাপ বদলানো হচ্ছে, বিতর্কের জেরে ঢোক গিললেন ‘আদিপুরুষ’ নির্মাতারা!]

দেবানন্দের ‘হরে কৃষ্ণা হরে রাম’ ছবির গান সেটি- ‘রাম কা নাম বদনাম না করো’। কোনও কথা খরচ না করেও কঙ্গনা রানাউত যে ‘আদিপুরুষ’কেই বিঁধেছেন, এমন কথাই মনে করছেন নেটপাড়ার একাংশ।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই নীতিশ তিওয়ারি ঘোষিত নতুন রামায়ণ-এর কাস্টিং নিয়ে রণবীর কাপুরকে কটাক্ষ করেছেন কঙ্গনা রানাউত। শুধু তাই নয়, এই সিনেমায় আলিয়া ভাটকে সীতার ভূমিকায় কাস্ট করা হবে শুনেও তেলেবেগুনে জ্বলে উঠেছিলেন। এবার ‘আদিপুরুষ’ নিয়েও কঙ্গনা ‘সুর চড়ালেন’ তবে নরমভাবে!

[আরও পড়ুন: ‘জঘন্য ভাষা! হলিউড স্টাইল কার্টুন’, ‘আদিপুরুষ’কে তুলোধোনা অরুণ গোভিলের]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ