Advertisement
Advertisement
Ankush Hazra

‘বিশ্বাসঘাতক! আর কাউকে কাঁদালে কড়া পদক্ষেপ নেব’, টলিউডে বোমা ফাটালেন অঙ্কুশ

কার প্রতি ক্ষোভ উগরে দিলেন অভিনেতা?

Did Ankush Hazra slams his Mirza co producer? | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:August 19, 2023 8:04 pm
  • Updated:August 19, 2023 8:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপাড়ার অন্দরে মাসখানেক ধরেই গুঞ্জন, অঙ্কুশ প্রযোজিত প্রথম ছবির কাজ নাকি বিশ বাঁও জলে! জল্পনা-কল্পনার অন্ত নেই। অনেকেই টলিউড তারকাকে ভুল বুঝে ইন্ডাস্ট্রির অন্দরে নিন্দে, কটুক্তি করেছেন। কারণ আটকে রয়েছে ‘মির্জা’র মুক্তি। কেন?

Advertisement

সম্প্রতি সহ-প্রযোজকের সঙ্গে মতপার্থক্যের জেরে ‘মির্জা’ সিনেমার মুক্তি সাময়িকভাবে পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছিলেন অঙ্কুশ। পরে সিদ্ধান্ত নেন একাই প্রযোজনা করবেন। অফিশিয়ালি সেকথা জানিয়েও দেন অভিনেতা তখন। এবার অযাচিত সমালোচনায় পড়ে সত্যিটা জানাতে বাধ্য হলেন অভিনেতা-প্রযোজক অঙ্কুশ।

গতবছরই অঙ্কুশ হাজরা মোশন পিকচারস খুলে ১৫ আগস্ট ‘মির্জা’র ঘোষণা করেছিলেন। সেই ছবির সহ প্রযোজক ছিলেন রক্তিম চট্টোপাধ্যায়। এবার তাঁর বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য অঙ্কুশের। নাম না করেই সহ প্রযোজকের বিরুদ্ধে হুঁশিয়ারি দাগলেন অঙ্কুশ। অভিনেতা বলছেন, “আমি কিছু কিছু মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমি মনে করি তাদের চোখের জল পড়ার কারণ কিছুটা আমিও। আমি এবং আমার প্রযোজনা সংস্থা যে মানুষটির সঙ্গে যুক্ত হয়েছিল, সহ প্রযোজক হিসেবে তার ব্যাকগ্রাউন্ড তার মানসিকতা, তার উদ্দেশ্য সঠিকভাবে না জেনেই তাকে সেই জায়গা দিয়ে ফেলেছিলাম যার সে বিন্দুমাত্র যোগ্যতা রাখে না।”

[আরও পড়ুন: ‘বনশালি সাক্ষাৎ দেবতা’, আচমকাই পরিচালককে ‘তৈলমর্দন’ কঙ্গনার! নেপথ্যে স্বার্থসিদ্ধি?]

এরপরই টলিউড অভিনেতা অঙ্কুশের সংযোজন, “আজ সেই কারণে অনেক নতুন ছেলেমেয়েরা তাকে বিশ্বাস করে নিজের চোখের জল ফেলছে। আমি নিজে ছোট্ট একটি জায়গা থেকে বড় স্বপ্ন নিয়ে এসেছিলাম নায়ক হব বলে। পরিবারের যেখানে কেউই এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত না। সফর বেশ কঠিন ছিল। তাই এই স্বপ্নের দাম আমি বুঝি। আর সেই স্বপ্ন নিয়ে খেলা করার অধিকার কারোর নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি এরপর আর কারোর স্বপ্ন নিয়ে যদি সে ছেলেখেলা করে আমি কড়া পদক্ষেপ নেব, তার বিরুদ্ধে।”

প্রসঙ্গত, রক্তিম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এর আগেও ইন্ডাস্ট্রির অন্দরের অনেকে অভিযোগ তুলেছেন। নামপ্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির মন্তব্য, তাঁর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগও রয়েছে। যদিও রক্তিম দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন, “আমার চুপ থাকাটা দুর্বলতা নয়।” তবে দুই প্রযোজকের বিবাদের জেরে যে ‘মির্জা’র মুক্তি বিশ বাঁও জলে, তা বেশ বোঝা যাচ্ছে।

[আরও পড়ুন: ‘বলিউড দেওলদের কখনও যোগ্য সম্মান দেয়নি, আমরা নিজেদের ঢাক পেটাই না’! বিস্ফোরক ধর্মেন্দ্র]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement