Advertisement
Advertisement
Dhumketu

রাজ-রুক্মিণীর কাছে ক্ষমা চাইলেন দেব, ‘ধূমকেতু’র রিলিজের আগে সুপারস্টারের নিশানায় কে?

'ভালো কিছুকে গ্রহণ করতে পারে না...', কার উদ্দেশে বললেন দেব?

Dhumketu star Dev reacts as Raj-Rukmini got trolled
Published by: Sandipta Bhanja
  • Posted:August 12, 2025 11:33 am
  • Updated:August 12, 2025 12:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের পর থেকেই ‘ধূমকেতু’ (Dhumketu) জোয়ারে ভাসছে নেটভুবন। ‘দেশু’ জুটির রোম্যান্স উসকে দিয়েছে সেসব ব্লকবাস্টার দিনের নস্ট্যালজিয়া। দশ বছর বাদে দেব-শুভশ্রীর এহেন পুনর্মিলনের নেপথ্যে অবশ্য রাজ চক্রবর্তী এবং রুক্মিণী মৈত্রকেই ‘যোগ্য পার্টনার’ হিসেবে কৃতীত্ব দিচ্ছেন সভ্যমহল। তবে নেটপাড়ায় নিন্দুকদের ট্রোল-মিমের বন্দুকবাজির অন্ত নেই। তারকাজুটির সঙ্গীদের ছবি শেয়ার করে কুরুচিকর মিমের বন্যা। সংশ্লিষ্ট বিষয়ে আগেই প্রতিবাদ করেছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্য়ায়। এবার মুখ খুললেন দেব (Dev)।

Advertisement

হাইভোল্টেজ ট্রেলারে লঞ্চের অনুষ্ঠানের পর থেকেই দেব-শুভশ্রী জুটিকে নিয়ে মজে অনুরাগীরা। ‘প্রাক্তন’ জুটির রোম্যান্সের ছবি-ভিডিওতে ছয়লাপ নেটপাড়া। দশবছর বাদে একমঞ্চে দেব-শুভশ্রীকে দেখে তাঁদের অতীত রসায়নও আতসকাচে। চর্চার অন্ত নেই। এমন আবহে একাংশ আবার কুরুচিকরভাবে ট্রোল করে যাচ্ছে রাজ-রুক্মিণীকে। সম্প্রতি এক পার্টিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এপ্রসঙ্গে নিজের মতামত ব্যক্ত করেন দেব। ঠিক কী বললেন তিনি? টলিউড সুপারস্টারের মন্তব্য, “ভীষণ দুঃখজনক। ৯৯ শতাংশ নেটিজেন নেতিবাচক হয়ে গিয়েছে। ভালো কিছুকে ভালোভাবে গ্রহণ করতে পারে না এরা। রাজ খুব ভালোভাবে বিষয়টা সামাল দিয়েছে, রুক্মিণীও ভালোভাবেই সামলাচ্ছে। আমাদের পরিবারই আমাদের সবচেয়ে বড় সাপোর্ট। আমি শুভশ্রীকে সম্মান করি। দর্শক দেব-শুভশ্রী জুটিকে যেভাবে দেখতে চেয়েছিল, আমরা সেটাই সেদিন রিক্রিয়েট করেছি। আমরা সেই নস্ট্যালজিয়াটা ফিরিয়ে আনতে চেয়েছিলাম। কিন্তু ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, আমি এগুলো গায়ে মাখি না। এখানেই থামেননি তিনি।

দেবের সংযোজন, “এই ব্যক্তিগত আক্রমণ মোটেও ঠিক নয়। এই ছবিতে সকলের অবদান রয়েছে। রুক্মিণীরও অবদান আছে। ওকে নিয়ে আমি গর্বিত। রাজের সঙ্গে কথা হয়নি, তবে শুভকে দেখেই বোঝা যায় যে পরিবারের সাপোর্ট না থাকলে এটা সম্ভব নয়। আমরা শুধুমাত্র ছবির প্রচারেই এসেছিলাম। যে দর্শকরা দেব-শুভশ্রীকে বানিয়েছে, তাদের জন্য এসেছিলাম। ‘ধূমকেতু’র প্রযোজক হিসেবে তাই রাজ, শুভশ্রী, রুক্মিণীর কাছে ক্ষমা চাইছি।”

রাজের সাফ মন্তব্য, “দেবের প্রাক্তন আমার স্ত্রী।” অতীত সকলের থাকে তবে সেটা নিয়ে ঘাটাঘাটি করা যে আখেড়ে কাজের কথা নয়, সেটা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তিনি। দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’কে শুভেচ্ছা জানানোর পাশাপাশি পরিচালক এও জানিয়েছেন যে, একাধিক কাজ থাকায় এদিনের অনুষ্ঠানে তিনি যেতে পারেননি। তবে দেশু জুটির ভক্ত তিনিও। উল্লেখ্য, এর আগে রাজ চক্রবর্তী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বাংলা সিনেমার স্বার্থে দেব-শুভশ্রী আবারও জুটি বাঁধতেই পারে। অতঃপর তিনি যে বিন্দুমাত্র বিচলিত নন এসবে, সেটা বুঝিয়ে দিয়েছেন। অতঃপর, নিন্দুকরা যতই ট্রোল-মিমের ‘বন্দুকবাজি’ করুক না কেন, প্রাক্তনেরা যে যাঁর সংসারে বর্তমানে ভালো রয়েছেন, তা আলাদা করে উল্লেখ করার প্রয়োজন পড়ে না!

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement