সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত সময় যাচ্ছে ততই যেন পারদ চড়ছে ‘ধূমকেতু’র। দেব-শুভশ্রীকে ফের রুপোলি পর্দায় দেখতে মুখিয়ে অনুরাগীরা। এবার প্রকাশ পেল ছবির প্রথম গানের টিজার। ‘গানে গানে’ নামের সেই গানের ঝলকই মন জিতল।
সব মিলিয়ে মাত্র ২৩ সেকেন্ডের টিজারে দেব-শুভশ্রীর একটি স্টিল দেখা যাচ্ছে। সাইকেল হাতে হেঁটে যাচ্ছেন শুভশ্রী। সঙ্গে হাঁটছেন দেব। দু’জনের রোম্যান্স যেন বিচ্ছুরিত হচ্ছে সেই ছবি থেকেই। অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল ও অনুপম রায় যে ওই গানে কণ্ঠ দিয়েছেন সেটাও দেখা যাচ্ছে টিজারে। ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে ছবিটি। স্বাভাবিক ভাবেই পুরো গানটির কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে এই টিজার থেকেই।
এখনও পর্যন্ত দেব-শুভশ্রী জুটির শেষ ছবি ‘ধূমকেতু’। নয় বছর আগে মুক্তি পাওয়ার কথা ছিল ছবির। তবে তা সে সময় সম্ভব হয়নি। অবশেষে আইনি জটিলতা কাটিয়ে প্রেক্ষাগৃহের আলো দেখতে চলেছে সিনেমাটি। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ফ্রেমে সেই প্রথম ছকভাঙা চরিত্রে ধরা দিয়েছিলেন দেব। আগে মুক্তি পেলে প্রযোজক হিসাবে ‘ধূমকেতু’র মাধ্যমেই হাতেখড়ি হত দেবের। সঙ্গে প্রযোজক রানা সরকার। যৌথ প্রযোজনায় তৈরি হয় এই ছবিটি। মাঝে দীর্ঘ সময় পেরলেও কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবি নিয়ে সিনেপ্রেমীদের উন্মাদনায় বিন্দুমাত্র ভাটা পড়েনি! বরং এই ছবি যেন অনুরাগীদের কাছে ‘টাইম মেশিনে’ চড়ে বসা। বেশ কয়েক বছর আগের দেব ও শুভশ্রীকে একসঙ্গে দেখতে তাঁরা মুখিয়ে রয়েছেন। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছিল ছবির টিজার। সেখানে দেখা গিয়েছিল ঠোঁটে ঠোঁট দেব-শুভশ্রীর। তা দেখেই চাপা উত্তেজনায় ফুটছিলেন ভক্তরা। এবার টিজার দেখেও তাঁদের উত্তেজনা নতুন পর্যায়ে পৌঁছল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.