Advertisement
Advertisement
Nayanthara-Dhanush

তথ্যচিত্র নিয়ে কাজিয়া তুঙ্গে, ‘২৪ ঘণ্টা সময় দিলাম…’, নয়নতারাকে হুঁশিয়ারি ধনুষের আইনজীবীর

যত কাণ্ড ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’ তথ্যচিত্র নিয়ে।

Dhanush's Lawyer Issues Statement After Nayanthara's Open Letter on 10 crore lawsuit
Published by: Suparna Majumder
  • Posted:November 18, 2024 7:20 pm
  • Updated:November 18, 2024 8:31 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক তথ্যচিত্র। তা নিয়েই ধুন্ধুমার কাণ্ড তামিল সিনেমা জগতে। সম্মুখ সমরে সুপারস্টার ধনুষ ও লেডি সুপারস্টার নয়নতারা। যত কাণ্ড ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’ তথ্যচিত্র নিয়ে। যাতে ‘নানুম রাউডি ধান’ সিনেমার ফুটেজ ব্যবহার করার জন্য নয়নতারাকে ১০ কোটি টাকার আইনি নোটিস পাঠান ধনুষ। তার জবাবে সোশাল মিডিয়ায় নায়ককে একহাত নেন অভিনেত্রী। তাঁর চরিত্র নিয়েও প্রশ্ন তোলেন। এবার নয়নতারাকে হুঁশিয়ারি ধনুষের আইনজীবীর।

Advertisement

Nayanthara-Dhanush Spat on 10-Crore Lawsuit Over 3-Second Clip?

সোমবার থেকেই নেটফ্লিক্সে দেখা যাচ্ছে ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’। অভিনেত্রীর অভিযোগ, এই তথ্যচিত্রের জন্য ২০১৫ সালে মুক্তি পাওয়া তামিল সিনেমা ‘নানুম রাউডি ধান’-এর ৩ সেকেন্ডের ঝলক ব্যবহার করার অনুমতি তিনি চেয়েছিলেন। কারণ ধনুষ ছবিটির প্রযোজক। কিন্তু দিনের পর দিন এই প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন ধনুষ। কিন্তু আচমকাই ১০ কোটি টাকার আইনি নোটিস পাঠিয়ে দিয়েছেন।

এর পরই দিন দুয়েক আগে সোশাল মিডিয়ায় তিন পাতার খোলা চিঠি শেয়ার করেন নয়নতারা। যাতে ধনুষকে একহাত নিয়ে তিনি লেখেন, ‘এটা অত্যন্ত খারাপ আর আপনার চরিত্র ফাঁস করে দেয়। যে ব্যক্তিত্ব আপনি পর্দায় তুলে ধরেন যদি তার অর্ধেকও আপনার মধ্যে থাকত। কিন্তু স্পষ্টতই, যা বলেন তা নিজে অনুশীলন করেন না। অন্তত আমার আর আমার সঙ্গীর সাথে তো না।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

নয়নতারার এই পোস্ট নিয়ে সোশাল মিডিয়া বা কোনও সংবাদমাধ্যমে এখনও পর্যন্ত ধনুষ কোনও প্রতিক্রিয়া দেননি। তবে নয়নতারার আইনজীবীকে ধনুষের আইনজীবীর কড়া বার্তা, “২৪ ঘণ্টা সময় দিলাম, নিজের মক্কেলকে ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’ থেকে ‘নানুম রাউডি ধান’-এর বিনা অনুমতিতে নেওয়া দৃশ্য সরিয়ে ফেলতে বলুন। তা না করতে পারলে আমার মক্কেল শুধু ১০ কোটি টাকার ক্ষতিপূরণ নয়, আরও আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ