Advertisement
Advertisement

Breaking News

Raghu Dakat Teaser

‘লোকে বলে রঘু মা কালীর ব্যাটা’, স্বাধীনতা দিবসে দেশপ্রেম উসকে রক্তমাখা খড়্গ হাতে দেবের হুঙ্কার

বক্স অফিসে ২.১০ কোটির 'ধূমকেতু' ঝড় তুলে 'রঘু ডাকাত'-এর ব্লকবাস্টার টিজার দেখালেন দেব।

Dev's Raghu Dakat first teaser out on independence day 2025
Published by: Sandipta Bhanja
  • Posted:August 15, 2025 11:27 am
  • Updated:August 15, 2025 11:27 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাজুড়ে ‘ধূমকেতু’ ঝড়ের মাঝেই স্বাধীনতা দিবসের সকালে টলিউড সুপারস্টারের মহাচমক! ওপেনিং ইনিংসেই বাংলার বক্স অফিসে বলিউড এবং দক্ষিণী সিনেমা ‘ওয়ার ২’, কুলি’কে যোগ্য জবাব দিয়ে ২.১০ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি। এমন আবহেই দেশপ্রেম উসকে রক্তমাখা খড়্গ হাতে ‘রঘু ডাকাত’ দেবের হুঙ্কার। শুক্রবার ‘বিগ ফ্রাইডে’ চমক দিয়ে বহু প্রতীক্ষিত পুজো রিলিজের ব্লকবাস্টার ঝলক দেখালেন অভিনেতা।

Advertisement

নতুন বছরের শুরুতেই ‘রঘু ডাকাত’ লুকে কৌতূহলের পারদ চড়িয়েছিলেন টলিউড সুপারস্টার। সিঁদুরে কপাল, চাদরে ঢাকা মুখ! তবে পয়লা টিজারে ‘রঘু ডাকাত’ দেব আরও ভয়ানক অবতারে ধরা দিলেন। মাতৃভূমি রক্ষার্থে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কীভাবে গর্জে উঠেছিলেন দুস্থদের রবিনহুড রঘু? সেই ঝলকই ঝরা পড়ল টিজারের টুকরো কোলাজে। কখনও চাঁদের শরীরে ঘোড়সওয়ার রঘুর কায়া, আবার কখনও বা অত্যাচারী ব্রিটিশের আস্তানায় রঘুর লঙ্কাকান্ড, টিজারেই পুজোর বক্স অফিস দখলের হুঁশিয়ারি নির্মাতাদের।
টিজারের সুবাদেই সিনেমার বাকি চরিত্রদের সঙ্গেও পরিচয় করালেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। দুর্লভ রায়ের চরিত্রে ওম, ডাকাত মায়ের ভূমিকায় রূপা গঙ্গোপাধ্যায়, ডাকাত দলের নেত্রী গুঞ্জার ভূমিকায় সোহিনী সরকার, রঘূর নায়িকা সৌদামিনীর চরিত্রে খাদান কিশোরী ইধিকা পাল। আর খলচরিত্রে অহিন্দ্র বর্মনের ভূমিকায় অনির্বাণ ভট্টাচার্য। টিজারেই স্পষ্ট, এমন লুকে অনির্বাণকে এর আগে কখনও আবিষ্কার করেননি দর্শকরা। ডাকাত সর্দার রঘুকে দেখে রিলিজের জন্য ইতিমধ্যেই দিন গোনা শুরু করেছেন দর্শক-অনুরাগীরা। তবে আপাতত দুধের স্বাদ ঘোলেই মেটাতে হবে! কারণ বড়পর্দায় ‘রঘু ডাকাত’-এর সঙ্গে দেখা হবে পুজোর মরশুমে।

‘পাগলু’ কিংবা ‘দুই পৃথিবী’র সুপারস্টার বছরখানেক ধরে যেভাবে ছক ভেঙে ক্যামেরার সামনে ধরা দিচ্ছেন, তাতে মুগ্ধ হয়েছেন সিনে-সমালোচকরাও। যে কোনও চরিত্র আত্মস্থ করতে কড়া হোমওয়ার্কের যে কোনও বিকল্প নেই, সেকথা মনেপ্রাণে বিশ্বাস করেন দেব। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘গোলন্দাজ’ ছবিতে নরেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্র ফুটিয়ে তুলতে দুবেলা নিয়ম করে মাঠে ঘাম ঝরাতেন। সিনেমা মুক্তির পর দর্শকমহল তো বটেই পাশাপাশি সিনেসমালোচকরাও তাঁর মার্কশিটে ফুলমার্কস বসিয়েছিলেন। এবার ‘রঘু ডাকাত’-এর ক্ষেত্রেও যে পরিচালক-অভিনেতা জুটি ধ্রুব-দেব মহাচমক উপহার দিতে চলেছেন, তা বলাই বাহুল্য। ধ্রুবর ‘গোলন্দাজ’ ছবিতে দেব-অনির্বাণের পর এবার ‘রঘু ডাকাত’-এর ক্ষেত্রেও কাকতালীয় বিষয় এক্ষেত্রেও পরিচালক-প্রযোজক এক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ