Advertisement
Advertisement
Dev Khadaan

বাংলাজুড়ে ‘খাদান’ ঝড়, রাত ২টোর প্রথম শো হাউজফুল, ‘ইতিহাস গড়ে’ আপ্লুত দেব

দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির ট্রেন্ড এবার বাংলাতেও।

Dev's first Khadaan show at 2 am, Historical in Bengal
Published by: Sandipta Bhanja
  • Posted:December 19, 2024 7:27 pm
  • Updated:December 19, 2024 7:27 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর রাত পোহালে নয়! বৃহস্পতিবার গভীর রাতেই ‘খাদান’-এর (Khadaan) প্রথম শো। আর সেটাও হাউজফুল। উল্লেখ্য, এমন উন্মাদনা কিন্তু শহর কলকাতা নয় বরং রায়গঞ্জে। এদিন রাত ২টোয় সেখানকার এক প্রেক্ষাগৃহে ‘খাদান’-এর প্রথম শো রাখা হয়েছে। আর অগ্রীম বুকিং শুরু হওয়ার মিনিট খানেকের মধ্যেই সমস্ত টিকিট শেষ।

Advertisement

এযাবৎকাল দক্ষিণী রাজ্যগুলোতেই গভীর রাতে পয়লা শো রাখার ট্রেন্ড ছিল। সেখানকার সুপারস্টারদের অনুরাগীদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করে প্রেক্ষাগৃহ ভরিয়ে দেওয়ার দৃশ্য খুব একটা অচেনা নয়। তবে পশ্চিমবঙ্গে এই প্রথমবার গভীর রাতে বাংলা সিনেমার শো হাউজফুল। এহেন উন্মাদনার নেপথ্যের কারিগর দেব (Dev)। বাংলার বুকজুড়ে তাঁর সাড়ে ৩ হাজার কিলোমিটার প্রচার সফর যে বেজায় সফল, সেটা বেশ বোঝা গেল। ভিডিও বার্তায় দেব দর্শক-অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে বললেন, “ওপেনিংয়েই এমন উন্মাদনা দেখে আমি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছি। ৬ কোটি বাজেটের সিনেমা সফল হলে পরবর্তীতে ১০ কোটি টাকা বাজেটের বাংলা ছবি বানানোর সাহস পাব। আর এই সাফল্যের গোটা কৃতীত্বটাই আপনাদের সকলের।” ‘বাংলায় ইতিহাস গড়ার’ জন্য টলিউড সুপারস্টারকে শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক অনিরুদ্ধ রায়। শুধু কি তাই? লুচি-মাংস, ক্ষীরকদম খাওয়ানোর জন্য দেবের কাছে আবদারও রেখেছেন। ওপেনিংয়ের ঝোড়ো ব্যাটিং দেখে আন্দাজ, বড়দিনের বক্স অফিসেও সুনামি তুলতে চলে ‘খাদান’।

রায়গঞ্জের কল্যাণী মাল্টিপ্লেক্স এসভিএফ সিনেমায় রাত ২টোয় দেখানো হবে ‘খাদান’। ট্রেলারে দেব-যিশু জুটির ম্যাজিক দেখে ইতিমধ্যেই সারাবাংলা জুড়ে ‘খাদান’ ঝড় উঠেছে। তবে বুধবার রিলিজের ৪৮ ঘণ্টা আগে অগ্রীম বুকিং শুরু করতে না পারায় বেশ ক্ষুব্ধ হয়েছিলেন দেব। তাঁর এক্স হ্যান্ডেলের পোস্টের ছত্রে ছত্রে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। টলিউড সুপারস্টার লিখেছিলেন, “‘খাদান’-এর অগ্রিম বুকিং শুরু হয়নি বলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি শেষমুহূর্ত পর্যন্ত লড়ে যাচ্ছি। বাংলার প্রেক্ষাগৃহগুলিতে অন্য ভাষার সিনেমার ডিস্ট্রিবিউশনই এর জন্য দায়ী।” অগ্রীম বুকিংয়েই শুধু নয়, নির্দিষ্ট সংখ্যক শো পাওয়া নিয়েও অভিনেতা-প্রযোজক লড়েছেন। হল মালিক কিংবা সিনে পরিবেশকদের ভূমিকায় যে দেব বেশ অসন্তুষ্ট, তাঁর পোস্টে সেই ক্ষোভের আঁচই পাওয়া গিয়েছিল। তবে অ্যাডভান্স বুকিংয়ে সিনেদর্শকদের ‘খাদান’-প্রেম দেখে সেই মান-অভিমান গলে গিয়ে উচ্ছ্বসিত টলিউড সুপারস্টার।

এদিকে বৃহস্পতিবার বুক মাই শো-তে দু সপ্তাহ ধরে রমরমিয়ে চলা ‘পুষ্পা’কেও হার মানিয়ে দিয়েছে দেব-যিশু ভক্তদের উন্মাদনা। হইহই করে বিকোচ্ছে টিকিট। আর অনুরাগীদের এই উন্মাদনা যেন বিফলে না যায়, তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ দেব। তাই তো বৃহস্পতিবার আগেভাগেই ‘ব্যবস্থা নেওয়ার’ কথা ঘোষণা করেছেন জনসমক্ষে। দর্শক-অনুরাগীদের কাছে তাঁর আর্জি, “কাছের সিনেমা হলে খাদান না দেখতে না পেলেই যেন তাঁকে জানানো হয়। তিনি যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ