Advertisement
Advertisement
Devoleena Bhattacharjee

‘খুদে জঙ্গি, রং কালো’, মুসলিম পরিবারে বিয়ে করা দেবলীনার সন্তানকে কটাক্ষ! পালটা দিলেন অভিনেত্রী

কী বললেন টেলিপর্দার 'গোপী বহু'?

Devoleena Bhattacharjee shuts down trolls
Published by: Sandipta Bhanja
  • Posted:July 30, 2025 9:48 pm
  • Updated:July 30, 2025 10:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুসলিম ধর্মাবলম্বী প্রেমিক শাহনওয়াজ শেখকে বিয়ে করে ধর্মনিরপেক্ষ দেশে কটাক্ষের মুখে পড়েছিলেন দেবলীনা ভট্টাচার্য। তাঁদের বিয়েকে ‘লাভ জেহাদ’ বলেও কটাক্ষ করা হয়। নেটনাগরিকদের বিষোদগারে আবার কখনও স্বামীর ঢাল হয়েও দাঁড়িয়েছেন মুম্বই নিবাসী বাঙালি অভিনেত্রী। তবে ভিনধর্মী বিয়ে করলেও সংসারে সুগৃহিণীর মতো সম্প্রীতি বজায় রেখেছেন বরাবর। সম্প্রতি বাঙালি রীতি মেনে ছেলের মুখেভাতের অনুষ্ঠানও করেন টেলিপর্দার ‘গোপী বহু’ দেবলীনা। সেসব ছবি নেটপাড়ায় শেয়ার করেছিলেন মাত্র! আর সেই ছবিতে সন্তানের মুখ দেখিয়েই ফের কটাক্ষের শিকার হতে হল অভিনেত্রীকে।

Advertisement

সম্প্রতি স্বামী-সন্তানকে নিয়ে সংসার যাপনের একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন দেবলীনা। সেখানেই একের পর এক আক্রমণ ধেয়ে আসে। ক্যাপশনে অভিনেত্রী লিখেছিলেন, ‘ছোট পরিবার সুখী পরিবার।’ ব্যস, সেই ছবি ঘিরেই নেটভুবনে কটাক্ষের বন্যা। কারও মন্তব্য, ‘দেবলীনা এত ফর্সা তাহলে তাঁর সন্তান এত কালো কেন?’ কারও দাবি, ‘ফর্সা মায়ের কোলে এই শিশু বেমানান।’ কেউ কেউ আবার বলেন, ‘একেবারে বাবার মতো হয়েছে।’ একাংশ আবার মুসলিম পরিবারে বিয়ে করার প্রসঙ্গ টেনে দেবলীনার দুধের শিশুকে, ‘খুদে জঙ্গি’ বলেও কটাক্ষ করেন। যাবতীয় ট্রোল-মিম দেখে চুপ থাকেননি অভিনেত্রী। পালটা মোক্ষম জবাব দিয়েছেন। নিন্দুকদের উদ্দেশে তাঁর মন্তব্য, ‘আপনারা কী ভেবেছিলেন সন্তান কার মতো হবে? আপনাদের দেখতে কি প্রতিবেশীদের মতো?’ শুধু তাই নয়, অভিনেত্রীর কড়া হুশিয়ারি, ‘আমার সন্তানকে নিয়ে কোনও কটু কথা বললে ছেড়ে কথা বলব না!’

২০২২ সালের ডিসেম্বর মাসেই জিম প্রশিক্ষক শাহনওয়াজ শেখকে বিয়ে করেছেন দেবলীনা ভট্টাচার্য। চব্বিশ সালের ডিসেম্বর মাসে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। তবে সন্তানের অন্নপ্রাশন অনুষ্ঠানের ছবি শেয়ার করেই প্রথমবার ছেলের ছবি প্রকাশ্যে আনেন অভিনেত্রী। সেখানেই দেখা যায়, দেবলীনার ছেলের মুখেভাতের আয়োজন করা হয়েছে আদ্যোপান্ত বাঙালি রীতি মেনে। খুদের মাথায় ছোট্ট শোলার টোপর। কপালে চন্দনের টিপ। পরনে তার ধুতি-পাঞ্জাবি। বাড়িতে হোমযজ্ঞ, পুজোআর্চার ঝলকও দেখান ‘গোপী বহু’। দেবলীনার পাশে থেকে ছেলের মুখে ভাত দেন তাঁর স্বামী শাহনওয়াজ শেখও। তাঁরও পরনে পাঞ্জাবি-পাজামা। ঘরোয়াভাবে হলেও আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব মিলে হইহই করে সন্তানের অন্নপ্রাশন পালন করেছিলেন দেবলীনা। সেই পোস্টেই ছেলের নামও ফাঁস করলেন। সাধ করে নাম রেখেছেন জয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement