সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুসলিম ধর্মাবলম্বী প্রেমিক শাহনওয়াজ শেখকে বিয়ে করে ধর্মনিরপেক্ষ দেশে কটাক্ষের মুখে পড়েছিলেন দেবলীনা ভট্টাচার্য। তাঁদের বিয়েকে ‘লাভ জেহাদ’ বলেও কটাক্ষ করা হয়। নেটনাগরিকদের বিষোদগারে আবার কখনও স্বামীর ঢাল হয়েও দাঁড়িয়েছেন মুম্বই নিবাসী বাঙালি অভিনেত্রী। তবে ভিনধর্মী বিয়ে করলেও সংসারে সুগৃহিণীর মতো সম্প্রীতি বজায় রেখেছেন বরাবর। এবার বাঙালি রীতি মেনে ছেলের মুখেভাতের অনুষ্ঠান করলেন টেলিপর্দার ‘গোপী বহু’ দেবলীনা (Devoleena Bhattacharjee)।
চব্বিশ সালের ডিসেম্বর মাসে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন দেবলীনা ভট্টাচার্য। তবে জন্মের পর থেকে সোশাল মিডিয়ায় ছেলের মুখ দেখাননি অভিনেত্রী। এবার সন্তানের অন্নপ্রাশন অনুষ্ঠানের ছবি শেয়ার করে প্রথমবার ছেলের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। সেখানেই দেখা গেল, দেবলীনার ছেলের মুখেভাতের আয়োজন করা হয়েছে আদ্যোপান্ত বাঙালি রীতি মেনে। খুদের মাথায় ছোট্ট শোলার টোপর। কপালে চন্দনের টিপ। পরনে তার ধুতি-পাঞ্জাবি। বাড়িতে হোমযজ্ঞ, পুজোআর্চার ঝলকও দেখালেন ‘গোপী বহু’। দেবলীনার পাশে থেকে ছেলের মুখে ভাত দিলেন তাঁর স্বামী শাহনওয়াজ শেখও। তাঁরও পরনে পাঞ্জাবি-পাজামা। ঘরোয়াভাবে হলেও আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব মিলে হইহই করে সন্তানের অন্নপ্রাশন পালন করলেন দেবলীনা। সেই পোস্টেই ছেলের নামও ফাঁস করলেন। সাধ করে নাম রেখেছেন জয়। ঈশ্বরের কাছে সন্তানের মঙ্গলকামনা করে অভিনেত্রীর মন্তব্য, ‘প্রথমবার জয়কে ভাত খাওয়ালাম। মা অন্নপূর্ণা স্বাস্থ্য, জ্ঞানে ওর জীবন ভরিয়ে তুলুক। আমাদের জীবনের সুন্দর একটা মাইলফলক। যা আজীবন মনে থাকবে।’
২০২২ সালের ডিসেম্বর মাসেই জিম প্রশিক্ষক শাহনওয়াজ শেখকে বিয়ে করেছেন দেবলীনা ভট্টাচার্য। মুসলিম ধর্মাবলম্বী প্রেমিককে বিয়ে করায় বেজায় কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। নিন্দা-সমালোচনার মাত্রা আরও বাড়ে, যখন দেবলীনা ‘দ্য কেরালা স্টোরি’ প্রসঙ্গে মুখ খোলেন। শাহনওয়াজের সঙ্গে তাঁর বিয়েকে লাভ জেহাদ বলে কটাক্ষ করা হয়। এবার স্বামীর অপমানে কোনও দিন চুপ থাকেননি তিনি। একাধিকবার ‘বেয়াদব’ নেটিজেনদের মোক্ষম পাঠ দিয়েছেন হিন্দি টেলিপর্দার ‘গোপী বহু’।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.