সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে এই পুজোয় মুক্তি পাবে শুভ্রজিৎ মিত্রের ছবি ‘দেবী চৌধুরানী’। ১৩ আগস্ট প্রকাশ্যে এসেছিল এই ছবির টিজার। যা প্রদর্শিত হয়েছিল নিউইয়র্কের টাইমস স্কোয়ারে। টিজার প্রকাশ্যে আসার পরই বাংলা ছবির দর্শকের মনে এই ছবি ঘিরে এক আলাদা উন্মাদনা তৈরি হয়েছে। এবার প্রকাশ্যে এল ছবির প্রথম গান।
পণ্ডিত বিক্রম ঘোষের সঙ্গীত পরিচালনায় ‘দেবী চৌধুরানী’র প্রথম গান মুক্তি পেয়েছে মঙ্গলবার। কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান ‘দুর্গম গিরি কান্তার মরু’র সঙ্গে সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বন্দেমাতরম’র সংযুক্তিকরণ ঘটিয়ে এই গান বুনেছেন সঙ্গীত পরিচালক। ছবির প্রেক্ষাপটকে মাথায় রেখেই এই গান। ‘দেবী চৌধুরানী’র প্রথম গানে এক নয় বরং একাধিক গায়ক গায়িকার কণ্ঠ শুনবেন দর্শক। গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী, দুর্নিবার সাহা, উজ্জয়িনী মুখোপাধ্যায় ও তিমির বিশ্বাস প্রমুখ।
উল্লেখ্য, গল্পের প্রেক্ষাপট ১৭৭০ সাল। সন্ন্যাসী বিদ্রোহের নায়ক ভবানী পাঠক অবতারে নজর কাড়লেন ইন্ডাস্ট্রির ‘জ্যেষ্ঠপুত্র’। ব্রিটিশ শাসনের নাগপাশে যখন মাতৃভূমির মানুষজনের প্রাণ ওষ্ঠাগত, তখন দেবী চৌধুরানীকে শান দেওয়া তরবারিতে পরিণত করলেন ভবানী। গুরুর আদেশে যোগ্য শিষ্যার মতো চৌধুরানী ঝাঁপিয়ে পড়লেন মাতৃভূমি রক্ষার্থে। সেই কাহিনিই শুভ্রজিৎ মিত্রের ফ্রেমে পর্দায় ফুটে উঠবে। উত্তর কলকাতা থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, বীরভূম, ঝাড়খণ্ড, বিহারের নানা জায়গায় ঘুরে ছবির শুটিং করেছেন শুভ্রজিৎ মিত্র। এবার মুক্তির পালা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.