সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুরাগীদের চমকে দিতে ভালবাসেন টলি সুপারস্টার দেব (Dev)। কখনও টুইটারে করেন ‘Ask Dev’ সেশন, কখনও আবার নিজের জীবনের বা কাজের টুকরো টুকরো মুহূর্ত শেয়ার করেন। এবার শার্টলেস ছবি শেয়ার করে চমকে দিলেন অভিনেতা-প্রযোজক। সেই সঙ্গে দিলেন গুরুত্বপূর্ণ তথ্য।
জিমে কসরত করছিলেন দেব। সেই অবস্থাতেই উলটোদিকের আয়নায় ছবিটি তোলেন। আপলোড করে দেন সোশ্যাল মিডিয়ায়। ছবির ক্যাপশনে দেব লেখেন, “নতুন চরিত্র, আবার নিজেকে পালটে ফেলা…আগামী ছবির জন্য নিজেকে প্রস্তুত করছি…এখন যেটা আমার ‘প্রধান’ লক্ষ্য।”
কিছুদিন আগেই ‘ব্যোমকেশ ও দু্র্গরহস্য’র শুটিং শেষ করেছেন দেব। খুব শিগগিরিই ছবির টিজার প্রকাশ করার আশ্বাসও দিয়েছেন। এর মধ্যেই ‘প্রধান’ সিনেমার প্রস্তুতি শুরু করে দিলেন টলিউড তারকা। পয়লা বৈশাখে নতুন এই ছবির ঘোষণা করেছিলেন দেব। অভিজিৎ সেনের পরিচালনায় এই ছবিতে অভিনয় করছেন তিনি। তারই প্রস্তুতি শুরু করে দিলেন।
ডিসেম্বরে ‘প্রধান’-এর মুক্তি পাওয়ার কথা। ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে বাংলা টেলিভিশনের ‘মিঠাই’ অর্থাৎ সৌমিতৃষা কুণ্ডুকে। দেবের পাশাপাশি পরিচালক অভিজিৎ সেনের সঙ্গেও কাজ করতে মুখিয়ে রয়েছেন অভিনেত্রী। এর আগে সংবাদ প্রতিদিন ডিজিটালের মুখোমুখি হয়ে সৌমিতৃষা জানান নিজের সেরাটা দিতে চান নতুন এই ছবিতে আর অনুরাগীদের আশাহত তিনি করবেন না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.