সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানায় কানায় পূর্ণ প্রেক্ষাগৃহ, আর সেখানেই একবার দেব দর্শনের জন্যও অপেক্ষায় মুখর দর্শক। তাঁরা অপেক্ষার প্রহর গুনতে গুনতেই মঞ্চে রাজকীয় ভঙ্গিমায় প্রবেশ করলেন সুপারস্টার দেব। ‘রঘু ডাকাত’-এর গানে নেচে মাতিয়ে দিলেন মঞ্চ। তারপর দীর্ঘ কুড়িটা বছর ইন্ডাস্ট্রিতে তাঁর পথচলা নিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে দর্শককে ধন্যবাদ জানালেন।
এদিন মঞ্চ থেকে সুপারস্টার বললেন “এখন আমার বুক চিরে কেউ যদি দেখত তাহলে বুঝত আমি এখন ঠিক কতটা গর্ব বোধ করছি। আমার দর্শকের জন্যও আমার গর্ব হচ্ছে।” এখানেই শেষ নয় এদিন দীর্ঘ কুড়ি বছরের ফিল্মি কেরিয়ারে পর্দায় জুটি বেঁধেছেন যে অভিনেত্রীদের সঙ্গে তাঁদের বেশ কয়েকজনের সঙ্গে মঞ্চ মাতালেন এদিন সুপারস্টার। তার মধ্যে ছিলেন নুসরত জাহান, পূজা বন্দ্যোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কোয়েল মল্লিক-সহ শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রমুখ। এদিন সুপারস্টারের কুড়ি বছরের জার্নিতে অংশীদার হতে পেরে আপ্লুত তাঁরা প্রত্যেকেই। ‘রোমিও’ দেবের নায়িকারা এদিন তাঁকে শুভেচ্ছা জানান। সঙ্গে ইন্ডাস্ট্রিতে তাঁর জার্নি যেন আরও সুদীর্ঘ হয় সেই শুভেচ্ছাও জানান। একইসঙ্গে ছিলেন দেবের পুজোর ছবির নায়িকা ইধিকাও। সিনিয়র অভিনেত্রীদের সঙ্গে এদিন পা মেলান তিনিও। এখানেই শেষ নয়, ছিলেন কোয়েল মল্লিকও। ‘পাগলু’ দেবের সঙ্গে জমিয়ে নাচলেন এদিন টলিক্যুইন। আলাদা করে তাঁদের পারফরম্যান্স নজর কেড়েছে দর্শকের।
তবে তারকাখচিত এই মঞ্চে যিনি ছিলেন না তিনি হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। প্রাক্তন জুটির প্রত্যাবর্তনে গত আগস্টেই আশায় বুখ বেঁধেছিলেন দর্শক। তবে এদিন দেবের সব নায়িকারা ছবির প্রচারে উপস্থিত থাকলেও ছিলেন না রাজঘরনি। উল্লেখ্য, গত মাসেই মুক্তি পেয়েছে দেব-শুভশ্রী জুটির বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। সেই ছবির প্রচারে তাঁদের দু’জনকে একসঙ্গে পেয়ে আশায় বুক বেঁধেছিলেন দর্শক। তবে ‘দেশু’ জুটির প্রত্যাবর্তন সেইসময় যতই মন ভালো করুক না কেন তা এদিন ফের রিক্রিয়েট হল না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.