Advertisement
Advertisement
Gehraiyaan

পর্দায় সিদ্ধান্তের সঙ্গে ঘনিষ্ঠতা, গভীর চুমু! ‘গেহরাইয়াঁ’র ট্রেলার দেখে দীপিকাকে কী বললেন রণবীর?

১১ ফেব্রুয়ারি আমাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে এই ছবি।

Deepika Padukone To Comments On Asking Ranveer Singh's Permission For Gehraiyaan's Intimate Scenes | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 9, 2022 1:38 pm
  • Updated:February 9, 2022 2:36 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) নতুন ছবি ‘গেহরাইয়াঁ’র ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই দীপিকার সাহসী দৃশ্যে অভিনয় নিয়ে বলিউডে জোর চর্চা। একে তো এই ছবিতে বিকিনি পরে রীতিমতো নজর কেড়েছেন রণবীর সিংয়ের (Ranveer Singh) ঘরনি। তার উপর সিদ্ধান্তের সঙ্গে একাধিক চুম্বন ও ঘনিষ্ঠ দৃশ্য! সব মিলিয়ে এই ছবিতে দীপিকা একটু বেশিই খোলামেলা এবং সেটা নজরে পড়েছে নিন্দুকদের। কিন্তু দীপিকার একেবারে বাধ্য স্বামী বলে পরিচিত রণবীর সিং কি দীপিকার এই অন্তরঙ্গ দৃশ্য দেখেছেন?

Advertisement

সম্প্রতি এই ছবির প্রচারে এসে সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খোলেন দীপিকা পাড়ুকোন। দীপিকার কথায়, ”আমার মনে হয়, শুধু একটা ছবির ট্রেলার দেখে কোনও মন্তব্য করা ঠিক নয়। কারণ, গেহরাইয়াঁ ঘনিষ্ঠ দৃশ্যের বাইরেও অনেক কিছু তুলে ধরবে।”

[আরও পড়ুন: Oscar Awards 2022: অস্কার থেকে ছিটকে গেল ভারতের ‘জয় ভীম’, মনোনয়ন পেল ভূটানের ছবি ]

এক সাংবাদিকের প্রশ্নে দীপিকা যেন ছক্কা হাঁকালেন। সাংবাদিক দীপিকাকে জিজ্ঞেস করলেন, সিদ্ধান্তের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য করার আগে রণবীরের থেকে কি কোনও অনুমতি নিয়েছিলেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে, দীপিকা জানালেন, ”এই ধরনের প্রশ্নের কোনও মানে হয় না। আমরা দু’ জনেই অভিনেতা। অভিনয়ের ব্যাপারে আমরা দু’ জনেই খুব স্বাধীন।” দীপিকা আরও জানিয়েছেন, ”গেহরাইয়াঁর ট্রেলার দেখে দারুণ উচ্ছ্বসিত রণবীর। আমাকে বলেছে, তোমার কেরিয়ারের সেরা ছবি এটা।”

১১ ফেব্রুয়ারি আমাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে এই ছবি। দীপিকা, সিদ্ধান্ত ছাড়াও ছবিতে অভিনয় করেছেন অনন্যা পাণ্ডে। শকুন বাত্রা পরিচালিত এই ছবিতে উঠে আসবে ত্রিকোণ প্রেমের গল্প।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: তিনিই বলিউডের শাহেনশাহ! ‘ঝুন্ড’ ছবির টিজারে নয়া অবতারে প্রমাণ দিলেন বিগ বি]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ