ছবি: ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার, ৮ সেপ্টেম্বর একবছর পূর্ণ করেছে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের একমাত্র কন্যাসন্তান দুয়া। মেয়ের প্রথম জন্মদিন একেবারে অনাড়ম্বরভাবেই কাটিয়েছেন সেলেব দম্পতি। অনেকেই তাকিয়েছিলেন তাঁদের সোশাল মিডিয়ার দিকে, দুয়ার জন্মদিনের সেলিব্রেশনের ছবি তাঁদের সোশাল মিডিয়ায় দেখার জন্য। বুধ সকালে নিজের ইনস্টাগ্রামে মেয়ের জন্মদিন উদযাপনের ছবি ভাগ করে নিলেন দীপিকা। তবে তা একটু অন্যরকমভাবে।
এদিন সকালে একটি চকোলেট কেকের ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে দীপিকা ক্যাপশনে লেখেন, ‘আমার লাভ ল্যাঙ্গোয়েজ? আমার মেয়ের জন্য তার প্রথম জন্মদিনে কেক বেক করা।’ অর্থাৎ এখান থেকেই বোঝা যাচ্ছে, মেয়ে দুয়ার জন্মদিনে নিজে হাতে কেক বানিয়েছেন দীপিকা। এটাই তাঁর ভালোবাসার বহিঃপ্রকাশ তাও জানিয়েছেন নায়িকা। মেয়ের একবছর বয়স হলেও এখনও তার ছবি কোথাও প্রকাশ্যে আনেননি দীপিকা ও রণবীর। গত বছর গণেশচতুর্থীর পরের দিন রণবীর-দীপিকার ঘর আলো করে আসে ছোট্ট দুয়া। মেয়ের ছোট্ট দুটি পায়ের ছবি পোস্ট করেছিলেন তাঁরা দীপাবলিতে।
View this post on Instagram
সাম্প্রতিককালে বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হয় ছোট্ট দুয়া। তাতে বেজায় চটে যান দীপিকা। বারবার অনুরোধ করা স্বত্বেও পাপারাজ্জিরা অনুরোধ না মানায় দীপিকা বিরক্তি প্রকাশ করেছিলেন। এই ঘটনায় বেশ বিরক্ত হয়েছিলেন দীপিকার অনুরাগীরাও। নেটপাড়ায় তাঁরা পাপারাজ্জিদের বলেন, তারকা বলেই তাঁদের সবসময় ক্যামেরাবন্দি করা যায় না। ব্যক্তিগত পরিসরে না ঢোকার চেষ্টা করুন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.