দীপিকা পাড়ুকোন। ছবি: ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালের হলিউড ওয়াক অফ ফেম-এর তালিকায় দীপিকা পাড়ুকোন। এইপ্রথম কোনও ভারতীয় শিল্পী এই সম্মানে সম্মানিত হচ্ছেন। হলিউড ওয়াক অফ ফেম ক্লাসের তালিকায় নাম তোলার জন্য মুখিয়ে থাকেন হলিউডের তাবড় তারকারাও। চলতি বছরেও ডেমি মুর, এমিলি ব্লান্টের মতো জনপ্রিয় অভিনেত্রীদের নামও সংশ্লিষ্ট তালিকায় রয়েছে। আর সেখানেই ঠাঁই পেল দীপিকা পাড়ুকোনের নাম। উল্লেখ্য, প্রথম কোনও ভারতীয় তারকা এই সম্মানে ভূষিত হলেন। অতঃপর বলিউডের খান-কাপুর সাম্রাজ্যের দাপটেও দীপিকা যে গ্লোবাল স্টার হওয়ার স্বাক্ষর রাখলেন, তা বলাই বাহুল্য।
হলিউড ওয়াক অফ ফেম ক্লাসের মোশন পিকচার্স বিভাগে নাম তুলেছেন দীপিকা পাড়ুকোন। বুধবার হলিউড চেম্বার অফ কমার্সের তরফে সম্মানিতদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানেই বিশ্বের নানা প্রান্তের বিখ্যাত ব্যক্তিত্বদের মধ্যে জ্বলজ্বল করছে ভারতীয় নায়িকার নাম। তালিকায় রয়েছেন ফরাসি অভিনেত্রী কোটিলার্ড, কানাডিয়ান অভিনেত্রী ব়্যাচেল ম্যাক অ্যাডামস, ইটালিয়ান অভিনেতা ফ্রাঙ্কো নিরো এবং সেলিব্রিটি শেফ গর্ডন রামসে, তিমোথে চালামেট, স্ট্যানলি তুস্সি-সহ আরও অনেকের নাম। ২০ জুন ওয়াক অব ফেম সিলেকশন প্যানেল একশো মনোনীতদের মধ্য থেকে ৩৫ জনের নাম বাছাই করে। পরবর্তীতে চেম্বার্স বোর্ডের পরিচালনা পর্ষদ সংশ্লিষ্ট তালিকা অনুমোদন করে।
প্রসঙ্গত, ২০১৭ সালে ‘ট্রিপল এক্স: রিটার্ন অফ জেন্ডার কেজ’ ছবির সুবাদেই পশ্চিমী বিনোদুনিয়ায় পা রাখেন দীপিকা পাডুকোন। যে ছবিতে ভিন ডিজেলের বিপরীতে অভিনয় করে হলিউডে শোরগোল ফেলে দিয়েছিলেন ভারতীয় কন্যা। সেই ছবির পর পরবর্তীতে তাঁকে আর কোনও হলিউড সিনেমায় দেখা না গেলেও পাশ্চাত্যের আঙিনায় তিনি যে বিপুল জনপ্রিয়তা লাভ করেছেন, তা একাধিক আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে তাঁর উপস্থিতিই বুঝিয়ে দিয়েছে। পরের বছর ২০১৮ সালে টাইম ম্যাগাজিনের একশো প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় নাম তুলেছিলেন তিনি। সম্প্রতি আট ঘণ্টার শিফটে কাজ করার দাবি রেখে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে একাংশের বিরাগভাজন হয়েছিলেন দীপিকা। তবে দিন কয়েক বাদেই অ্যাটলির ৬০০ কোটি মেগাবাজেটের সিনেমার নায়িকার রোল বাগিয়ে সেই বিতর্কে জল ঢেলেছেন অভিনেত্রী। আর এবার ‘হলিউড ওয়াক অফ ফেম’-এ সম্মানিত হচ্ছেন দীপিকা পাড়ুকোন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.