সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্তঃসত্ত্বা অবস্থাতেই ‘সিংঘম’-এর শুটিং চালিয়েছেন। তার জন্য অবশ্য কম কটু কথা শুনতে হয়নি দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone) নিয়ে! গর্ভবতী অবস্থায় বেঙ্গালুরুতে মায়ের কাছেই ছিলেন। তবে ভোটের জন্যই মুম্বইতে দেখা গেল অন্তঃসত্ত্বা অভিনেত্রীকে। গর্ভবতী স্ত্রীকে নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করার পথে আগলে রইলেন স্বামী রণবীর সিং (Ranveer Singh)। আর বলিউডের তারকাদম্পতিকে দেখতেই বুথের বাইরে ভক্তদের ছবি তোলার হিড়িক পড়ল।
View this post on InstagramAdvertisement
তারকাদম্পতির পরনে রং মিলান্তি পোশাক। চোখে রোদচশমা। সাদা জামাতেই গণতন্ত্রের উৎসবে শামিল হতে দেখা গেল রণবীর-দীপিকাকে। তবে পাপারাজ্জিদের ক্যামেরায় প্রথমবার ধরা পড়ল অভিনেত্রীর ‘বেবিবাম্প’। সাদা ওভারসাইজড টি-শার্টের ভিতর থেকেই উঁকি দিচ্ছে দীপিকার স্ফীতোদর। ভিড়ে ঠেলেই স্ত্রীকে নিয়ে বুথে ঢুকলেন রণবীর সিং। গত ফেব্রুয়ারি মাসেই সন্তান আসার খবর দিয়েছিলেন দীপিকা। তবে তার মাঝখানে অভিনেত্রীর বেশ কিছু ছবি ভাইরাল হওয়ায় অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন যে, দীপিকা কি সারোগেসির মাধ্যমেই মা হচ্ছেন? সোমবার সেই সমস্ত জল্পনা, গুঞ্জনে ছেদ পড়ল!
| Actors Shilpa Shetty and Shamita Shetty along with their mother show their inked fingers after casting votes at a polling station in Mumbai, for the fifth phase of
— ANI (@ANI)
| Actor Vidya Balan shows the indelible ink mark on her finger after casting her vote at a polling booth in Mumbai.
— ANI (@ANI)
দেশের পঞ্চম দফার ভোটে বলিউড সেলেবরা সকাল থেকেই পোলিং বুথে ভিড় জমিয়েছেন। বিটাউনের প্রবীণ-নবীনদের অনেকেই গণতন্ত্রের উৎসবে শামিল হয়েছেন। স্ত্রী রকুলপ্রীতকে নিয়ে ভোটকেন্দ্রে হাজির জ্যাকি ভাগনানিও।
| Actor Hrithik Roshan, his sister Sunaina Roshan & their parents Rakesh Roshan and Pinkie Roshan cast their votes at a polling booth in Mumbai.
— ANI (@ANI)
ধর্মেন্দ্র, তনুজা, সেলিম খান, গুলজার, বনি কাপুর, ডেভিড ধাওয়ানদের মতো প্রবীণ নাগরিকরা যেমন বুথে গিয়ে ভোট দিলেন, তেমনই ক্যামেরায় ভোটচিহ্ন দেখিয়ে জনতা জনার্দনকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য আর্জি জানালেন, সঞ্জয় দত্ত, হৃতিক রোশন, বিদ্যা বালন, অনিল কাপুর, বরুণ ধাওয়ান, জাহ্নবী-খুশি কাপুর, আরবাজ খানরা। মা-বোনকে নিয়ে ভোট দিলেন শিল্পা শেট্টিও।
| Mumbai: After casting her vote for , actress-model Malaika Arora says, “I would appeal that it’s your right to vote, so go out and exercise your right to vote.”
— ANI (@ANI)
| Lyricist Javed Akhtar and actor Shabana Azmi show their inked fingers after casting votes at a polling station in Mumbai, for the fifth phase of
Shabana Azmi says “Voting is a huge responsibility and the right of every citizen. Everyone must come…
— ANI (@ANI)
| Actor Sanjay Dutt shows his inked finger after casting his vote at a polling station in Mumbai, for the fifth phase of
He says “I appeal to everyone to come out and cast their votes…”
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.