সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাদশাই ভরসা। শাহরুখ খানের সঙ্গে দীপিকা পাড়ুকোনের বন্ধুত্বের কথা কারও অজানা নয়। এবার তাঁর হাত ধরেই ‘কল্কি’ নির্মাতাদের কার্যত একহাত নিলেন অভিনেত্রী। মেগাবাজেট ‘কিং’-এর সেট থেকে ছবি দিয়ে কেতাদুরস্থ ক্যাপশনেই ধোঁয়াশা সরিয়ে নিজস্ব মতামত ব্যক্ত করলেন দীপিকা।
মাসখানেক ধরেই দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ। মেগাবাজেট ‘স্পিরিট’-এর পর চব্বিশের ব্লকবাস্টার দক্ষিণী ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’ থেকেও বাদ অভিনেত্রী! কারও দাবি, ৮ ঘণ্টার শিফট নিয়ে সমস্যা, আবার কারও দাবি গগনচুম্বী পারিশ্রমিক হাঁকানোর জন্যেই বলিউডের ‘পদ্মাবতী’কে সিক্যুয়েল থেকে সরানো হয়েছে। যদিও অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের দাবি, চিত্রনাট্যে দীপিকার চরিক্র ছেটে ক্যামিওর পর্যায়ে আনা হয়েছিল, সেই প্রেক্ষিতেই ‘কল্কি’র সিক্যুয়েল থেকে সরে দাঁড়ান দীপিকা পাড়ুকোন। এহেন নানা ‘ত্বত্ত্ব’ নিয়ে যখন বলিপাড়ার অন্দরে জল্পনার অন্ত নেই, তখন এমন আবহেই বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমার শুটিং শুরু করলেন অভিনেত্রী। শুধু তাই নয়, পরোক্ষভাবে কল্কি নির্মাতা নাগ অশ্বীনের উদ্দেশেও তোপ দাগলেন তিনি।
জল্পনা আগেই ছিল যে, এই ছবিতে সুহানা খানের মায়ের ভূমিকায় অভিনয় করতে পারেন দীপিকা। শুক্রবার গভীর রাতে সেট থেকে ছবি শেয়ার করে সেই গুঞ্জনেই সিলমোহর দিলেন বলিউডর ‘পদ্মাবতী’। আর শাহরুখ-দীপিকা মানেই সিনেমা সুপারহিট। সেই ‘ওম শান্তি ওম’ থেকে শুরু। তারপর ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’… একের পর এক ব্লকবাস্টার। তেইশ সালের জানুয়ারি মাসে ‘পাঠান’ ছবিতে এই হিট ফর্মুলার জেরে বক্স অফিসে জোয়ার দেখা গিয়েছিল। শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। এবার ‘কিং’ হিট করাতেও সেই ‘লাক-ফ্যাক্টর’ ফর্মুলায় জোর দিলেন বাদশা। আর শাহরুখও যে দীপিকার কাছে ভরসার নিশ্চিন্ত আশ্রয়, সেটা অভিনেত্রীর ছবি-ক্যাপশনই বলে দেয়।
দেখা গেল, বাদশার হাতে হাত রেখে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন দীপিকা। ক্যাপশনে লেখা- “প্রায় ১৮ বছর আগে ‘ওম শান্তি ওম’ ছবির শুটিং করার সময় উনি (শাহরুখ) আমাকে প্রথম শিখিয়েছিলেন, একটি সিনেমায় কাজ করার অভিজ্ঞতা এবং কাদের সঙ্গে আপনি কাজ করছেন, সেটা ছবির বক্স অফিস সাফল্যের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমিও মনেপ্রাণে সেটা বিশ্বাস করি। এবং তার পর থেকেই এই মন্ত্রকে পাথেয় করে আমি প্রতিটা কাজের সিদ্ধান্ত নিয়েছি। সম্ভবত সেকারণেই আমরা একসঙ্গে ষষ্ঠতম সিনেমা করছি এবার।” দীপিকার এহেন মন্তব্য যে পরোক্ষাভাবে কল্কি নির্মাতাদের উদ্দেশে, তেমনটাই অনুমান একাংশের। সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠছে, তাহলে কি ‘কল্কি ২৮৯৮ এডি’তে কাজ করার সময়ে কোনও অনভিপ্রেত অভিজ্ঞতার শিকার হয়েছিলেন দীপিকা পাড়ুকোন?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.