বিশেষ সংবাদদাতা: ১ আগস্ট, শুক্রবার প্রকাশ্যে এল ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নামের তালিকা। এবার সেরা বাংলা ছবির শিরোপা জিতল পরিচালক অর্জুন দত্তের ছবি ‘ডিপ ফ্রিজ’। এই ছবিতে অভিনয় করেছিলেন আবির চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, দেবযানী চট্টোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায় প্রমুখ।
এদিন এই খবর প্রকাশ্যে আসার পর সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে। আবির বলেন, “আমি অসম্ভব খুশি হয়েছি। এই আনন্দ প্রকাশ করার ভাষা নেই আমার কাছে। একই দিনে ‘ডিপ ফ্রিজ’ ছবির জন্য আমার এই জাতীয় পুরস্কার প্রাপ্তি এবং একই সঙ্গে আমার নতুন ছবির মুক্তি। আমি আপ্লুত।”
অন্যদিকে তনুশ্রীর সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেত্রী বলেন, ” একমাত্র বাংলা ছবি যা এবছর সেরার শিরোপা জিতেছে। এবছর এতগুলো বাংলা ছবি ছিল। যে গুলো খুবই ভালো ছবি। অর্জুনের (দত্ত) এটা প্রাপ্য ছিল। এর আগেও আমার ‘গুমনামি’ ছবিটি সেরার শিরোপা জিতেছিল। আর এবার এই ছবি সেই শিরোপা পেল। এটা আমার জন্য ভীষণই আনন্দের।”
‘ডিপ ফ্রিজ’ মূলত সম্পর্কের টানাপোড়েন নিয়ে কথা বলে। বিচ্ছেদ পরবর্তী সময়ে স্বামী-স্ত্রীর জীবনের পরবর্তী অধ্যায় নিয়েই আবর্তিত হয়েছে এই ছবির গল্প। ছবিতে আবিরের চরিত্রের নাম স্বর্ণাভ ও তনুশ্রীর চরিত্রের নাম মিলি। দীর্ঘদিন বিবাহবিচ্ছিন্ন দু’জন স্বর্ণ ও মিলি তাদের আবেগ, তাদের যন্ত্রণা লুকিয়ে রাখার যে কথা বলে তা এই ছবিতে তুলে ধরা হয়েছিল। ইতিমধ্যেই ছবিটি একাধিক জায়গায় প্রদর্শিত ও সমাদৃত হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.