Advertisement
Advertisement
Jolly LLB 3

কাটল আইনি অভিশাপ! অক্ষয়-আরশাদের ‘জলি এলএলবি ৩’কে সবুজ সংকেত আদালতের

দেশের বিচারব্যবস্থাকে অপমানের অভিযোগে সমন পেয়েছিলেন অক্ষয়-আরশাদ।

Court rejects plea against Akshay Kumar's Jolly LLB 3
Published by: Sandipta Bhanja
  • Posted:September 4, 2025 3:54 pm
  • Updated:September 4, 2025 5:06 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মলগ্ন থেকেই ‘জলি এলএলবি ৩’-এরর সঙ্গী হয়েছে আইনি বিতর্ক। গোড়া থেকেই দেশের বিচারব্যবস্থাকে খাটো করে দেখানোর অভিযোগ অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি অভিনীত সিনেমার বিরুদ্ধে। ‘জলি এলএলবি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমার রিলিজ আটকাতে একের পর এক শহরে দায়ের হয় মামলা। এবার মুক্তির প্রাক্কালে এই ছবিকে সবুজ সংকেত দিয়ে সেসব মামলা খারিজ করে দিল এলাহাবাদ হাই কোর্ট।

Advertisement

সঙ্গীতা চন্দ্র এবং ব্রিজ রাজ সিংয়ের ডিভিশন বেঞ্চ ‘জলি এলএলবি ৩’-এর টিজার, ট্রেলার দেখে রায় দিয়েছে, এই ছবিতে কোনওভাবেই দেশের বিচারব্যবস্থা এবং আইনজীবীদের অপমান করা হয়নি। এমনকী সিনেমার গানগুলিকেও খুঁটিয়ে পরখ করেছেন তাঁরা। সেসব প্রসঙ্গ তুলেই মঙ্গলবার আদালত জানিয়েছে, গানের কথাতেও এমন কোনও শব্দ নেই যা দেশের আইনব্যবস্থাকে খাটো করে দেখিয়েছে। অতঃপর এই সিনেমার মুক্তি আটকানোর কোনও যুক্তি নেই।

যদিও মামলাকারী জয় বর্ধন শুক্লা আদালতের সামনে যুক্তি দিয়ে বলেছিলেন যে, ‘জলি এলএলবি ৩’তে আইনি পেশাকে অবমাননাকরভাবে দেখানো হয়েছে। শুধু তাই নয়, তিনি দাবি করেছেন, ইউটিউব এবং অন্যান্য সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ট্রেলার এবং গানগুলি ইতিমধ্যেই আইনজীবীদের মানসিকভাবে আঘাত করেছে। এই সিনেমা দেখার পর ভবিষ্যতে কেউ আর আইন নিয়ে পড়তে চাইবে না, বলেও অভিযোগ তাঁর। যদিও যাবতীয় এই সেসব অভিযোগ উড়িয়ে দিয়ে এলাহাবাদ উচ্চ আদালত শেষমেশ অক্ষয়-আরশাদের ছবি মুক্তিতে সবুজ সংকেত দিয়েছে।

গতবার এই ছবির শুটিং বন্ধের আর্জি জানিয়ে আজমেঢ় আদালতের দ্বারস্থ হয়েছিলেন সেখানকার ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চন্দ্রভান সিং রাঠোর। সম্প্রতি আবার ‘জলিএলএলবি ৩’-এর বিরুদ্ধে পিটিশন দাখিল করেন পুণের আইনজীবী ওয়াজেদ রহিম খান। তাঁর অভিযোগ, এই সিনেমায় দেশের বিচারব্যবস্থাকে অপমান করা হয়েছে। আর সেই মামলার ভিত্তিতেই বলিউডের দুই অভিনেতার কাছে আদালতের তরফে সমন গিয়েছিল। সেই মামলার শুনানি আবার অক্টোবর মাসে।

নস্ট্যালজিয়া উসকে সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘জলি এলএলবি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির পয়লা ঝলক। আর সেই টিজার দেখেই পেটে খিল ধরার জোগাড়! এবার অক্ষয়ের সম্মুখ সমরে আরশাদ ওয়ারসি। ফিল্মি কায়দায় বললে, এবারের প্রেক্ষাপট ‘জলি ভার্সেস জলি’। আর তাঁদের এই আইনিযুদ্ধের সাক্ষী সৌরভ শুক্লা। বিচারক ত্রিপাঠীর চরিত্রে তিনি। আইনজীবী জলি মিশ্রর ভূমিকায় অক্ষয় কুমার। অন্যদিকে জলি ত্যাগীর ভূমিকায় আরশাদ ওয়ারসি। টিজারেই দেখা যায়, আদালতে দুই জলির তুমুল ক্যাচালের ঝলক! যা থামাতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয় ত্রিপাঠীজি সৌরভকে। আর অক্ষয়-আরশাদের ঝগড়ার মাঝেই কোর্টরুমে ঢুকে পড়ে ছাগল। সবমিলিয়ে ‘জলি এলএলবি ৩’ যে দারুণ একটা কমেডি কোর্টরুম ড্রামা উপহার দিতে চলেছেন, তা বলাই বাহুল্য। চলতি বছরের ১৯ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা এই ছবির।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ