সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা কালে ফের ত্রাতার ভূমিকায় দেব (Dev)। এবার করোনা (COVID-19) আক্রান্তের প্লাজমা থেরাপির জন্য রক্তের ব্যবস্থা করে দিলেন অভিনেতা-সাংসদ। টুইটে বন্ধুর হয়ে দেবকে ধন্যবাদ দিলেন তরুণী।
ঘটনার সূত্রপাত হয়েছিল ২১ আগস্ট। দেবকে ট্যাগ করে টুইটে কৃপা বসু নামে এক তরুণী জানান, তাঁর বন্ধু ইমন বিশ্বাসের মা জয়া ঘোষ বিশ্বাস করোনার আক্রান্ত হয়ে ঢাকুরিয়ার আমরি হাসপাতালে ভরতি রয়েছেন। প্লাজমা থেরাপির জন্য রক্তের প্রয়োজন। করোনা আক্রান্ত হয়ে সেরে উঠেছেন এবং ২৮ দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে এমন ব্যক্তি যদি থাকেন। যদি তাঁর ব্লাড গ্রুপ AB+ হয় তাহলে যেন দয়া করে যোগাযোগ করা হয়। টুইট শেয়ার করে সাহায্যের আবেদন জানান দেব। কৃপা বসুকে মেসেজ করে ফোন নম্বর দিতে বলে কলকাতা পুলিশও।
Any one around…pls help if possible
— Dev (@idevadhikari)
রবিবার টুইটে কৃপা জানান, দেবের উদ্যোগে রক্ত পেয়েছেন তিনি। এর জন্য অভিনেতা-সাংসদকে ধন্যবাদ জানিয়ে লেখেন,
“আপনি একজন ভালো অভিনেতা ও সাংসদ শুধু নন, তার সাথে আপনি আদ্যোপান্ত ভালো মানুষ। আপনাকে শ্রদ্ধা করি, খুব ভালো থাকুন, এভাবেই মানুষের পাশে থাকুন।”
ইমন বিশ্বাস রক্ত পেয়েছেন, থ্যাংকিউ সো মাচ আপনি একজন ভালো অভিনেতা ও সাংসদ শুধু নন, তার সাথে আপনি আদ্যোপান্ত ভালো মানুষ। আপনাকে শ্রদ্ধা করি, খুব ভালো থাকুন, এভাবেই মানুষের পাশে থাকুন🙏
— Kripa Basu (@basu_kripa)
কৃপার টুইট শেয়ার করে দেব লেখেন,
“আশা করি তোমার বন্ধু এবং তাঁর মা এখন হাসিমুখে নিশ্চিন্ত আর ভালো আছেন। এত তাড়াতাড়ি সাহায্য করার জন্য ডা. প্রসূন ভট্টাচার্যকে ধন্যবাদ। আর নিজের প্লাজমা দিয়ে সাহায্য করার জন্য বিশেষ ধন্যবাদ জানাই ডা. প্রবাল সামন্তকে। আমাদের আজ সত্যিই এমন বাস্তব নায়কদের প্রয়োজন।”
🙏🏻🙏🏻🙏🏻
Hope your friend and his mother are relieved & better now.😊
I must thank Dr.Prasun Bhattacharya for promptly helping me find this.
And also special thanks to Dr. Prabal Samanta for donating his own plasma for this.
We truly need more of such real life heroes today 🙏🏻🙏🏻🙏🏻— Dev (@idevadhikari)
পরে আবার কৃপার উদ্দেশে দেব লেখেন,
“আর হ্যাঁ একটা জিনিস… তোমার মতো বন্ধু যেন সবাই পায়। ঈশ্বর তোমার মঙ্গল করুন।”
R ekta jinis…Tomar mato bondhu jeno sabai Pai..God bless u 😊
— Dev (@idevadhikari)
করোনার আবহে বরাবর মানুষের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা-সাংসদ। বিদেশে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করেছেন, ঘাটালে ফেরা শ্রমিকদের কাজের ব্যবস্থা করেছেন আবার লকডাউনের দিনগুলোতে ঘাটালের স্বাস্থ্যকেন্দ্র গুলির বাইরে রোগীর আত্মীয়-পরিজনদের খাবারের ব্যবস্থাও হয়েছে তাঁর উদ্যোগে। আগামী দিনেও মানুষের পাশে এভাবেই থাকতে চান অভিনেতা-সাংসদ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.