Advertisement
Advertisement
CM Mamata Banerjee-Dev

২৬ নয়, একদিন আগেই মুক্তি পাচ্ছে ‘রঘু ডাকাত’, ইন্ডাস্ট্রিতে দেবের ২০তম বর্ষপূর্তিতে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

'ভালো হোক। অনেক বড় হও'- দেবকে বার্তা মুখ্যমন্ত্রীর।

CM Mamata Banerjee wish to supaerstar Dev for his 20years journe in tollywood
Published by: Arani Bhattacharya
  • Posted:September 20, 2025 9:02 pm
  • Updated:September 20, 2025 9:49 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্ডাস্ট্রিতে ২০ বছর পূর্ণ করলেন সুপারস্টার দেব। তাঁর এই ফিল্মি জার্নি নিয়ে উদযাপন হল শুক্রবার ‘রঘু ডাকাত’ ছবির প্রচারে। আর সেই মঞ্চেই দেবকে কুড়ি বছরের পথচলার শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিশেষ বার্তায় মুখ্যমন্ত্রী দেবকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “দেব, তুমি সিনেমাজগতে কুড়ি বছরে পদার্পণ করছ। এটা অত্যন্ত সুসংবাদ আমাদের কাছে। সিনেমাজগতে তুমি নেতৃত্ব দাও। এবং নায়কের ভূমিকায় অভিনয় করেছ বিভিন্ন চরিত্রে বিভিন্ন সময়ে। কাজেই, তোমার এই সিনেমাজগতে কুড়ি বছরের পথচলার যে সম্মান তোমাকে জানান হবেব তাতে আমার খুবই ভালো লাগছে। তুমি খুবই ভালো অভিনেতা ও ভালো একজন মানুষ কাজেই আমাদের শুভ কামনা থাকবে। আমার পুজোর কর্মসূচী শুরু হোয়ায় থাকা সম্ভব হচ্ছে না তবে মানসিকভাবে আমি তোমাদের সঙ্গে আছি। অনেক ভালো হোক। অনেক বড় হও।”

Advertisement

প্রত্যুত্তরে আপ্লুত দেব বলে, “দিদি আমাদের কাছে একটা আবেগ। আমার রাজনীতিতে আসা তাঁর জন্যই। কিছুদিন আগে তিনি বাংলা সিনেমার পাশে থেকে যে যে পদক্ষেপ নিয়েছেন তাকে সত্যিই কুর্নিশ। দিদিকে অনেক ধন্যবাদ।” এদিন ছবির গোটা টিমের মঞ্চে উপস্থিতিতে মুক্তি পায় ছবির ট্রেলার। একইসঙ্গে এদিন ঘোষিত হয় ২৬ সেপ্টেম্বর নয়, বরং একদিন আগেই অর্থাৎ ২৫ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পাবে দেবের ‘রঘু ডাকাত’। ছবির অন্যান্য প্রচার ঝলকের মতোই ছবির ট্রেলারেও নজর কাড়লেন দেব-সহ ছবির অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা। পরিত্রাতার ভূমিকায় ‘রঘু ডাকাত’ রূপে দেব আরও খানিক উন্মাদনার পারদ বাড়িয়ে দিলেন এদিন ট্রেলার মুক্তির সঙ্গে সঙ্গে সুপারস্ট্রা। 

ট্রেলার শেষে এদিন ছবির প্রচারের মঞ্চ থেকে বরাবরের মতো দর্শকের দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন সুপারস্টার, “কেমন লাগল”? সঙ্গে এও জানালেন ২৫ সেপ্টেম্বর এই ছবি মুক্তি পেলেও অগ্রিম তিকিট বুকিং শুরু হবে ২২ সেপ্টেম্বর থেকে। তাই সকল দর্শককে প্রেক্ষাগৃহে আমন্ত্রণ জানালেন দেব। বাংলা ছবিকে ভালোবেসে এই ছবি যাতে সবাই দেখতে আসেন সেই আমন্ত্রণেও কোনও ত্রুটি রাখলেন না সুপারস্টার। একইসঙ্গে ইন্ডাস্ট্রিকে আরও নতুন কিছু উপহার, আরও চমক উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিলেন দেব।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ