Advertisement
Advertisement
Celina Jaitly

১৪ বছর পর বলিউডে কামব্যাক সেলিনা জেটলির! কবে পর্দায় দেখা দেবেন নায়িকা?

কার বিপরীতে অভিনয় করবেন সেলিনা?

Celina Jaitly To Make Her Bollywood Comeback After 14 Years
Published by: Arani Bhattacharya
  • Posted:July 6, 2025 10:27 am
  • Updated:July 6, 2025 10:27 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ বছর ফিল্মিদুনিয়া থেকে দূরে ছিলেন তিনি। সামলেছেন সংসার-সন্তান। তবে ব্যক্তিগত জীবনকে সময় দিলেও নিজের আরও এক ভালোবাসার জিনিস অভিনয় ও সর্বপরি বলিউডকে ভলেননি তিনি। কিন্তু বলিউড থেকে এতদিন দূরে থাকার পরেও তাঁকে নিয়ে ফের কেন শুরু হল চর্চা ভাবছেন? আসলে ফের নাকি ফিল্মিদুনিয়ায় কামব্যাক ঘটতে চলেছে সেলিনার।

Advertisement

ইতিমধ্যেই সেলিনার কামব্যাকের খবরে সরগরম নেটপাড়া। অনেকেই জানতে চাইছেন কবে, কোন ছবিতে দেখা দেবেন অভিনেত্রী? কার বিপরীতে অভিনয় করবেন তিনি? তবে এসব প্রশ্নের উত্তর না মিললেও সোশাল মিডিয়ায় তাঁর একটি পোস্টে এক অনুরাগী সরাসরি প্রশ্ন করেছিলেন, ‘কবে আপনাকে পর্দায় দেখা যাবে?’ তার প্রত্যুত্তরে সেলিনা লেখেন, ‘খুব তাড়াতাড়ি।’ আর তারপর থেকেই শুরু হয়েছে জল্পনা।

 

বলিউডে ফের কাজ করা প্রসঙ্গে সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেছেন, “আমি এইমুহুর্তে বিদেশে রয়েছি। তাই কথা বলা সম্ভব হচ্ছে না। আমি দেশে ফিরে সাংবাদিক সম্মেলনে সবটা জানাবো।” উল্লেখ্য, প্রায় একদশক আগে বড়পর্দায় রোম্যান্টিক কমেডি ফিল্ম ‘থ্যাংক ইউ’ ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী। অন্যদিকে ২০২০ সালে ‘সিজন গ্রিটিংস’- এ তাঁকে শেষ দেখেছিলেন দর্শক। এবার কোন চরিত্রে ধরা দেবেন অভিনেত্রী তা জানতেই মুখিয়ে অনুরাগীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement