Advertisement
Advertisement
Celebrity Durga Puja

নতুন সিরিজে শুভশ্রী, ফিরছেন সৌমিতৃষাও! পুজোর মরশুমে একগুচ্ছ নতুন সিরিজ আনছে হইচই

পুজোর মরশুমে ওটিটি প্ল্যাটফর্মেও আসছে একগুচ্ছ ওয়েব সিরিজ।

Celebrity Durga Puja: hoichoi puja special web series
Published by: Arani Bhattacharya
  • Posted:September 12, 2025 5:50 pm
  • Updated:September 12, 2025 6:23 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঙালির পুজো আর তার সঙ্গে সঙ্গে বিনোদনের একটা নিবিড় যোগাযোগ রয়েছে। পুজ মানেই পুজোর মণ্ডপ থেকে ভেসে আসা গান বা পুজোর অ্যালবাম এর মধ্যেই একটা সময়ে যে বিনোদন সীমাবদ্ধ ছিল তার ব্যপ্তি দিনে দিনে একটু একটু করে বেড়েছে। এখন পুজোর গান বা অন্যান্য অনেক কিছুর সঙ্গেই যোগ হয়েছে পুজোর ছবি। এবার পুজোতেও তার ব্যতিক্রম হবে না। বড়পর্দায় মুক্তি পাবে এই পুজোতেও একগুচ্ছ বাংলা ছবি। তবে বড়পর্দায় ছবি মুক্তির পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও আসছে একগুচ্ছ ওয়েব সিরিজ। হইচই নিয়ে আসছে বিভিন্ন স্বাদের ওয়েব সিরিজ।

Advertisement

হইচইয়ের ‘উৎসবের নতুন গল্প’ এই উৎসবের মরশুমে দর্শকের সামনে নিয়ে আসবে এক গুচ্ছ থ্রিলার ঘরানার সিরিজ। ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজে বিপুল জনপ্রিয়তার পর আবারও থ্রিলার ঘরানার সিরিজ ‘অনুসন্ধান’র হাত ধরে ওটিটিতে ফিরছেন এই পুজোয় রাজঘরনি। অদিতি রায়ের পরিচালনায় এই সিরিজে দেখা যাবে শুভশ্রীকে। এছাড়াও দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। ‘কালরাত্রি’ সিজন ২ ওয়েব সিরিজের হাত ধরে হইচইয়ের পর্দায় ফিরছেন নায়িকা। অন্যদিকে জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় রহস্য-রোমাঞ্চে ভরপুর গা ছমছমে ভয়ের কাহিনী নিয়ে ‘নিশির ডাক’ সিরিজে দেখা যাবে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় ও সৃজা দত্তের এক অন্য সমীকরণ। অন্যদিকে এই অক্টোবরেই ‘ইন্দু’র সিজন ৩ বা চূড়ান্ত পর্ব আসবে হইচইয়ের পর্দায়। তাই এই সিরিজের শেষ পর্ব আসার খবরে বেশ মন খারাপ দর্শকের।

এছাড়াও প্রতীম ডি গুপ্তের পরিচালনায় নতুন সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার সিরিজ ‘কার্মা কোর্মা’ আসবে দর্শকের দরবারে। নতুন স্বাদের এই সিরিজে দর্শক পাবেন টলিপাড়ার দুই নায়িকা সোহিনী সরকার ও ঋতাভরী চক্রবর্তীকে। আর এইসবের সঙ্গে দর্শকের কাছে আসবে বাঙালির সর্বকালের শ্রেষ্ঠ ‘ফেলুদা’ও। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় বাঙালির কাছে এ যেন এক অন্য আমেজ। এখন দেখার পুজোর আবহাওয়ায় কোন নতুন সিরিজকে সবথেকে বেশি গ্রহণ করেন দর্শক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ