Advertisement
Advertisement
Shah Rukh Khan

শাহরুখের ছবিতে সেজে উঠল বুর্জ খলিফা, কিং খানের জন্মদিনে বিশেষ উপহার দুবাইবাসীর

২ নভেম্বরই প্রকাশ্যে এসেছে শাহরুখের নতুন ছবি 'পাঠানে'র টিজার।

Burj Khalifa All Lit Up For Shah Rukh Khan's 57th Birthday | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 3, 2022 7:08 pm
  • Updated:November 3, 2022 7:22 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২ নভেম্বর ৫৭ বছরে পা দিলেন বলিউড বাদশা শাহরুখ খান। গোটা দেশ জুড়ে শাহরুখের অনুরাগীরা কিং খানকে নানা ভাবে শুভেচ্ছা জানিয়েছেন। প্রতিবারের মতো মন্নতের সামনে ফ্যানদের ভিড়। জন্মদিনের আগের রাত এবং জন্মদিনেও মন্নতের বারান্দায় এসে ভক্তদের দর্শন দিয়েছেন শাহরুখ। এ তো গেল দেশের কথা। তবে সুদূর দুবাইয়ে কিং খানের বার্থডে সেলিব্রেশন। বুর্জ খলিফার দেওয়াল জুড়ে শুধুই শাহরুখের ছবি। সঙ্গে লেখা রয়েছে, হ্যাপি বার্থডে পাঠান! ২ নভেম্বরই প্রকাশ্যে এসেছে শাহরুখের নতুন ছবি পাঠানের টিজার। একই সঙ্গে শাহরুখকে জন্মদিন ও টিজারের শুভেচ্ছা জানিয়েছে দুবাইবাসী। বুর্জ খলিফার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ধন্যবাদও জানিয়েছেন কিং খান।

Advertisement

সেপ্টেম্বর মাসেও বুর্জ খলিফায় ফুটে উঠেছিল শাহরুখের (ShahRukh Khan) ভিডিও। দুবাইবাসীদের হেলথ কেয়ার সম্পর্কে বোঝাতেই এই ধরনের ক্যাম্পেনের সাহায্য নেওয়া হয়েছিল।

এই ছবিতে যেন নেটদুনিয়ায় বিস্ফোরণ ঘটিয়েছেন কিং খান। শরীরের প্রতিটি ভাঁজ নিখুঁতভাবে ফ্রেমবন্দি হয়েছে। ঘাড় পর্যন্ত নেমে আসা চুলে ফুটে উঠেছে গ্ল্যামারের রাজকীয়তা। ছবিতে আবার ‘সিলসিলা’ ছবির সংলাপের মতো ক্যাপশন দিয়েছেন শাহরুখ। নিজের না পরা শার্টের উদ্দেশে তিনি লিখেছেন, “তুম হোতি তো ক্যায়সা হোতা… তুম ইস বাত পে হ্যায়রান হোতি, তুম ইস বাত পে কিতনি হাসতি… তুম হোতি তো অ্যায়সা হোতা…।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: পৃথ্বীরাজের পর এবার শিবাজি! বলিউডে ভাগ্য ফেরাতে ফের নতুন চ্যালেঞ্জ অক্ষয়ের ]

বয়স তো শুধু সংখ্যামাত্র। ‘পাঠান’ লুকে সেকথা আবারও প্রমাণ করেছেন শাহরুখ খান। একেবারে নিখুঁত এইট প্যাক অ্যাব বলিউড বাদশার শরীর জুড়ে। কোথাও এতটুকু মেদ নেই। ‘পাঠান’ ছবির টিজারে আলো আঁধারির মধ্যে মাত্র এক ঝলকই দেখা মিলেছিল শাহরুখের। তবে তাতেও তাঁর লম্বা চুলের নয়া লুক অনেকটাই স্পষ্ট হয়েছিল। আর গল্পের বিষয়বস্তু খানিকটা তুলে ধরলেন জন আব্রাহাম এবং দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)।

টিজার দেখে যা আন্দাজ করা যায় সেই অনুযায়ী, এক চালচুলোহীন সর্বহারা ছেলের কাছে ভারতবর্ষই ধর্ম। এ দেশই তার অভিভাবক। আর সেই দেশকে রক্ষা করতেই বদ্ধপরিকর ‘পাঠান’। চলতি বছর ১৫ আগস্টে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু গত বছর মাদক কাণ্ডে ছেলে আরিয়ান জড়িয়ে পড়ার জেরে এই ছবির শুটিং মাঝপথেই থামিয়ে দিতে বাধ্য হয়েছিলেন শাহরুখ। পরে ছেলে ঘরে ফিরলে কাজ শুরু করেন। তাই সবমিলিয়ে ‘পাঠান’-এর পোস্ট প্রোডাকশনের কাজও বাকি থেকে যায়। আর সেই কারণেই পিছিয়ে যায় ছবির মুক্তির দিন।২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে শাহরুখের কামব্যাক ছবিটি। ছবির জন্য তিনিও যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সেকথা নতুন ছবির ক্যাপশনে জানিয়েছেন কিং খান।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: নিয়মিত সঙ্গমে বহু উপকার! যৌনতা নিয়ে অনুরাগীদের স্পেশ্যাল টিপস দিলেন উরফি জাভেদ]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ