সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “নির্লজ্জ কোথাকার, কী বাচ্চাদের উপরে গুলি চালাচ্ছো!” মোদি সরকারের উদ্দেশে বিস্ফোরক মন্তব্য সংগীতকার বিশাল দাদলানির। গেরুয়া শিবিরের দিকে তোপ দেগে দাদলানি বলেন, “দিল্লি নির্বাচনের জলে আবর্জনা ফেলা ওহে বিজেপি, লোক আপনাদের চিনে গিয়েছে। আপনাদের কর্মকাণ্ডের সঙ্গেও ভালভাবে ওয়াকিবহল হয়ে গিয়েছে। আর সবমিলিয়ে আপনাদের পদশূন্য করার ব্যবস্থাও করে রেখে দিয়েছে… তাই কাজের কথা বলো।”
অনুরাগ কাশ্যপ, স্বরা ভাস্করদের মতোই বিশাল দাদলানিও বরাবরই গেরুয়া সরকারের সমালোচনায় মুখর। কোনওরকম রাখঢাক না করেই মোদিকে একাধিকবার বাক্যবাণে বিঁধেছেন বিশাল। NRC, সংশোধিত নাগরিকত্ব আইন নিয়েও মুখ খুলেছিলেন এই বলিউড সংগীতকার। এর আগে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে যাওয়া প্রসঙ্গেও দীপিকা পাড়ুকোনের সমর্থনে সুর চড়িয়েছিলেন বিশাল। বিজেপি সরকারের সমালোচনায় সরব হয়েছিলেন। এবার ফের বৃহস্পতিবার জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে গুলি চলা নিয়ে প্রতিবাদে মুখর হয়ে ওঠেন বিশাল দাদলানি।
গেরুয়া সমর্থকদের একহাত নিয়ে তিনি প্রশ্ন ছোঁড়েন, “কাজের কথা বলো। কী বাচ্চাদের উপরে গুলি চালাচ্ছো?” এমনকী, ‘নির্লজ্জ’ বলেও ভর্ৎসনা করেন বলিউড সংগীতকার বিশাল দাদলানি। প্রসঙ্গত, বৃহস্পতিবার দিল্লির রাজপথে AAP-এর এক ব়্যালিতে হাজির হয়েছিলেন বিশাল। সেখানেই আম আদমি পার্টির সমর্থনে সুর চড়িয়ে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন, “দিল্লির ৭০টা নির্বাচনী আসনেই আপ জিতে গিয়েছে। বিজেপির আসল চেহারা দেখে নিয়েছে জনতা। আর আমরা প্রচার করছি না, এটা আমাদের জয়ের উল্লাস!” তবে বলিউড সংগীতকারের এই আত্মবিশ্বাসী সুর বেশিক্ষণ টেকেনি। কারণ, সেই মিছিল চলাকালীনই বিশালের বক্তব্যের মাঝে একদল লোক মোদির সমর্থনে সুর চড়ান। তাঁদের ‘মোদি…মোদি’ স্লোগান থামাতে একপ্রকার বাধ্য হয়েই বিশালকে ‘বন্দেমাতরম’ ধ্বনি দিতে হয়।
Dilli ke election ke paani mein kooda failaane-waale BJP, log aapko jaan chuke hain, aapke tareeke pehchaan chuke hain, aur aapko kul-milaake zero seats dene ki thaan chuke hain.
Mudde ki baat karo, kaam ki baat karo! Yeh kya bachhon pe goliyaan chalvaa rahe ho, besharmon!
— VISHAL DADLANI (@VishalDadlani)
A gunman shoots at peaceful, unarmed protesters.
A cop walks upto him, he hands over the gun like it’s a toy. No struggle.
The cops, of course, are run by a Home Minister who also runs several ministers who have been shouting murderous slogans against protesters.
All izz well?
— VISHAL DADLANI (@VishalDadlani)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.