সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ভালবাসার দিনেই রক্তাক্ত হয়েছিল ভূস্বর্গ। পুলওয়ামার অবন্তীপুরায় ৪৪ নম্বর জাতীয় সড়কে বিস্ফোরক বোঝাই গাড়ি ধাক্কা মেরেছিল সিআরপিএফ জওয়ানদের বাসে। ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় ৪০ জন জওয়ানের। আজ সেই ভয়াবহ ঘটনার ১ বছর হল। স্মৃতির ফ্রেমে অমলিন বীর জওয়ানরা। দেশমাতৃকার সেই বীর সন্তানদের শহিদ হওয়ার এক বছর পেরলেও পুলওয়ামার কাণ্ডের নেপথ্যে আসল কারণ কিন্তু আজও অধরাই। ১৪ ফেব্রুয়ারিকে অনেকেই কালো দিবসের আখ্যা দিয়েছেন। শুক্রবার পুলওয়ামা জঙ্গি হামলার ১ বছর পূর্ণ হওয়ায় বীর জওয়ানদের শ্রদ্ধা এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন দেশের নেতা-মন্ত্রী থেকে ‘আম-আদমি’রা। বলিউড সেলেবদের স্মৃতিচারণাতেও উঠে এসেছে পুলওয়ামা ঘটনা। জওয়ানদের স্মরণে পোস্ট করেছেন বলিউড ও টলিউড অভিনেতারা। অমিতাভ বচ্চন, বিজেপি সাংসদ অভিনেতা সানি দেওল, ইয়ামি গৌতম, উর্মিলা মাতণ্ডকর থেকে বক্সার বিজেন্দর সিং-সহ অনেকেই।
On this day we remember them that sacrificed their lives so we could live ..
Advertisement— Amitabh Bachchan (@SrBachchan)
পঞ্জাবের গুরদাসপুরের বিজেপি সাংসদ সানি দেওল যাঁকে কিনা বলিউডের বেশ কিছু ছবিতে ভারতীয় জওয়ানের ভূমিকায় দেখা গিয়েছে, তিনি পুলওয়ামায় নিহত জঙ্গিদের শ্রদ্ধা জানিয়েছেন।
ਪੁਲਵਾਮਾ ਹਮਲੇ ਵਿੱਚ ਸ਼ਹੀਦ ਹੋਏ ਵੀਰ ਜਵਾਨਾਂ ਨੂੰ ਪ੍ਰਣਾਮ।
पुलवामा में शहीद हुए वीर जवानों को शत शत नमन।— Sunny Deol (@iamsunnydeol)
February14 th, 2019 shall always remain an unforgettable date . Tribute to our brave CRPF jawans 🙏🏻 Our tears should only make our voice , intention & actions stronger against terrorism.
— Yami Gautam (@yamigautam)
Humble tribute to 40 CRPF martyrs who laid their lives for our country a year ago. You live in our hearts 🙏🏼
— Urmila Matondkar (@UrmilaMatondkar)
शहीदों की मज़ारों पर लगेंगे हर बरस मेले,
वतन पर मरनेवालों का बाकि यही निशां होगा। वतन पर कुर्बान होने वाले हर शहीद को सदा ही दिल से नमन रहेगा 🙏🇮🇳— Vijender Singh (@boxervijender)
🙏🏻
— Nagma (@nagma_morarji)
শ্রদ্ধা জানিয়েছেন টলিউড অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেবও।
গতবছর আজকের দিনেই প্রাণ দিয়েছিলেন দেশের ৪০জন বীর সৈনিক , পুলওয়ামা হামলায় নিহত সেই সকল শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা, দেশের প্রতি তাদের ভালোবাসা ও আত্মত্যাগ চিরকাল অমর হয়ে থাকুক 🇮🇳
🙏🏻— Dev (@idevadhikari)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.