সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুটিংয়ের ব্যস্ততা নেই। দিব্যি চলছিল বাবা-ছেলের লাদাখ সফর। তার মাঝে যেন পরমপ্রাপ্তি সানি দেওলের। বৌদ্ধ ধর্মগুরু দলাই লামার শরণে বলি অভিনেতা। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে আবেগে ভাসলেন তিনি।
সানি দেওলের শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে অভিনেতার হাত ধরে নিজের মাথায় ছুঁইয়ে রেখেছেন দলাই লামা। সঙ্গে ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, “সম্মান, শ্রদ্ধার এক মুহূর্ত। আমার লাদাখ সফরের মাঝে দলাই লামার পবিত্রতার সঙ্গে সাক্ষাৎ। তাঁর উপস্থিতি, জ্ঞান এবং আশীর্বাদে আমার হৃদয় শান্তিতে ভরে গেল। কোনওদিন সত্যি ভুলতে পারব না।”
View this post on Instagram
উল্লেখ্য, ১৯৫৯ সালের রাতে ২৩ বছরের এক যুবাপুরুষ পাহাড়ের দুর্গমতাকে অগ্রাহ্য করে এগিয়ে গিয়েছিলেন ভারতের উদ্দেশে। তাঁর নাম তেনজিন গিয়াতসো। কিন্তু সকলের কাছে সেই নাম নয়, তাঁর পরিচিতি দলাই লামা হিসেবে। চতুর্দশ দলাই লামা। সেই যে ভারতে এলেন তিনি এরপর থেকে এদেশই তাঁকে নিজের করে নিয়েছে। তাঁকে নিয়ে ভারতের সঙ্গে চিনের কূটনৈতিক টানাপোড়েন চলেছে। দুই দেশের এই টানাপোড়েনের মাত্রা যে এতটুকু কমেনি তা বারবার প্রমাণ হয়ে গিয়েছে। দলাই লামাকে ‘বিচ্ছিন্নতাবাদী’বলেই মনে করে বেজিং। বর্ষীয়ান ধর্মগুরু নিজের দেশ নয়, বারবার ভারতের প্রতিই কৃতজ্ঞতা প্রদর্শন করেছেন। কিন্তু দলাই লামার পাশে রয়েছে ভারত। গত কয়েক দশকের মতোই। ফলে কূটনৈতিক চাপ তৈরি করলেও তাদের যে হারতেই হবে তাও ভালোই বুঝছে বেজিং। দলাই লামা ও ভারত আজ এক অবিচ্ছেদ্য বন্ধনের নাম। চিনা রক্তচক্ষুরও সাধ্য নেই সেখানে কোনও প্রভাব বিস্তার করতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.