Advertisement
Advertisement
Rajiv Kapoor

প্রয়াত ‘রাম তেরি গঙ্গা মইলি’ খ্যাত অভিনেতা রাজীব কাপুর, বলিউডে শোকের ছায়া

কাপুর পরিবারে ফের নক্ষত্রপতন।

Bollywood Actor Rishi Kapoor's Brother Rajiv Kapoor Passes Away | Sangbad Pratidin
Published by: Paromita Kamila
  • Posted:February 9, 2021 2:34 pm
  • Updated:February 9, 2021 8:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাপুর পরিবারে ফের মৃত্যুশোক। প্রয়াত হয়েছেন ঋযি কাপুর ও রণধীর কাপুরের ছোট ভাই রাজীব কাপুর (Rajiv Kapoor)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮। নিজের ইনস্টাগ্রাম পেজে এখবর জানিয়েছেন নীতু কাপুর (Neetu kapoor)। জানা গিয়েছে, রাজীব হৃদরোগে আক্রান্ত হওয়ায় দাদা রণধীর কাপুর ইনলাক্স হাসপাতালে নিয়ে যান তাঁকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা রাজীব কাপুরকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর মৃত্যু সংবাদে শোক নেমে এসেছে বলিউডে।

Advertisement

[আরও পড়ুন: তিক্ততা ভুলে ঋতুপর্ণার দিকে বন্ধুত্বের হাত শ্রীলেখার, চাইলেন নিজের ছবিতে]

অভিনেতা রণধীর কাপুর সাংবাদিকদের জানিয়েছেন, তিনি তাঁর ছোট ভাইকে হারিয়েছেন। চিকিৎসকেরা অনেক চেষ্টা করেও রাজীবকে বাঁচাতে পারেননি। রণবীর কাপুর, নীতু কাপুর-সহ  অনেকেই পৌঁছে যান কাপুর বাড়িতে। শেষবার শ্রদ্ধা জানাতে যান শাহরুখ খান, অনিল আম্বানী, চাঙ্কি পাণ্ডে। চেম্বুর শ্মশানে রাজীব কাপুরের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

 ১৯৬২ সালের ২৫ আগস্ট জন্ম রাজীব কাপুরের। ১৯৮৩ সালে ‘এক জান হ্যায় হাম’ ছবি দিয়ে আত্মপ্রকাশ বলিউডে। কিন্তু পরিচিতি পান রাজ কাপুর (Raj Kapoor) পরিচালিত ‘রাম তেরি গঙ্গা মইলি’ ছবিতে। এরপর ‘আসমান’, ‘লাভার বয়’, ‘হাম তো চলে পরদেশ’-র মতো ছবিতে অভিনয় করেছেন রাজীব কাপুর। অভিনয়ের পাশাপাশি ছবি প্রযোজনা ও পরিচালনাও করেছেন তিনি। ঋষি কাপুর ও মাধুরী দীক্ষিত অভিনীত ‘প্রেম গ্রন্থ’ পরিচালনা করেন রাজীব কাপুর। যদিও সেই ছবি বক্স অফিসে সাফল্য পায়নি। ১৯৯৯ সালে তাঁর প্রযোজিত শেষ ছবি ‘আ অব লট চলে’। এরপর আর কোনও ছবি পরিচালনা বা প্রযোজনা করেননি রাজীব কাপুর।  চলতি বছরেই আবারও কামব্যাক করার কথা ছিল অভিনেতার। আশুতোষ গোয়ারিকর পরিচালিত ‘টুলসাইডস জুনিয়র’ ছবিতে সঞ্জয় দত্তের সঙ্গে অভিনয় করার কথা ছিল তাঁর। মাত্র ৫৮ বছর বয়সে রাজীবের আচমকা প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন বলিউড তারকারা।

//twitter.com/duttsanjay/status/1359072510680072192?s=20

 

[আরও পড়ুন: ‘অভিযাত্রিক’ ছবির মুকুটে নয়া পালক, আন্তর্জাতিক মঞ্চে বাঙালির জয়জয়কার]

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement