Advertisement
Advertisement
Bhanupriya Bhooter Hotel

গা ছমছমে পরিবেশ! প্রকাশ্যে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবির মোশন পোস্টার

ভরা শীতে আসছে গা ছমছমে ভূতের ছবি।

bhanupriya bhooter hotel motion poster out now
Published by: Arani Bhattacharya
  • Posted:October 19, 2025 12:01 pm
  • Updated:October 19, 2025 2:00 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরা শীতে গা ছমছমে ভূতের ছবি নিয়ে আসতে চলেছে উইনডোজ প্রোডাকাশন। অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় এবার পর্দায় চলবে ভূতেদের দৌরাত্ব্য। বড়পর্দায় আসছে ভূতের ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। উল্লেখ্য, ভৌতিক ঘরানার ছবি নিয়ে এই প্রথমবার দর্শকের দরবারে আসছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতা রায়ের প্রযোজনা সংস্থা। শীতে এই ছবি মুক্তি পেলেও ভূত চতুর্দশীতে অর্থাৎ তেনাদের বিশেষ দিনে প্রকাশ্যে এল ছবির মোশন পোস্টার।

Advertisement

সদ্য প্রকাশ্যে আসা সেই পোস্টারে দেখা যাচ্ছে একটি প্রাসাদের সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছে বেশ কয়েকজন। আর তার সঙ্গে দেখা যাচ্ছে ছবির দুই জুটিকে নাচের ভঙ্গিমায়। অর্থাৎ বনি-স্বস্তিকা ও অন্যদিকে সোহম-মিমি। পুরো ব্যাপারটাতেই একটা ভৌতিক বিষয় রয়েছে নিখুঁতভাবে। মোশন পোস্টারের আবহও কিন্তু বেশ একটা গা ছমছমে ব্যাপার তৈরি করে। সবমিলিয়ে বলা যায় উইনডোজের বড়দিনের ভূতের ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ মুক্তির দিনগোনা শুরু হয়ে গেল আনুষ্ঠানিকভাবে আজ থেকেই।

 

হরর-কমেডি ঘরানার এই ছবিতে হাস্যরস ও ভয় দুই উপাদানই ভরপুর রয়েছে। ছবিতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, সহম মজুমদার, বনি সেনগুপ্ত, অনামিকা সাহা, মানসী সিনহা, কাঞ্চন মল্লিক-সহ আরও অনেকে। উইন্ডোজ-এর সঙ্গে এই প্রথমবার নয়, এর আগেও গাঁটছড়া বেঁধেছেন পরিচালক। ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’, ‘ফাটাফাটি’র পাশাপাশি নন্দিতা-শিবপ্রসাদের প্রযোজনাতেই ‘বাবা বেবি ও’র মতো ছবি পরিচালনা করেছেন অরিত্র। পরিচালক হিসেবে প্রশংসাও কুড়িয়েছেন। এবার চলতি বছরে শীতের শহরে ভূতুড়ে ছবি নিয়ে আসবেন তিনি। যে সিনেমার নাম ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। সিনেমার চিত্রনাট্য এবং সংলাপের দায়িত্বে জিনিয়া সেন ও গোধূলী শর্মা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ