Advertisement
Advertisement
Ranvir Shorey

অর্থাভাবে ভুগছেন কঙ্কণার প্রাক্তন স্বামী! শুধুমাত্র ২৫ লক্ষ টাকার জন্যই ‘বিগ বস’-এর ঘরে

তাঁর ঝুলিতে বর্তমানে বলিউডি কাজের সংখ্যা প্রায় নেই বললেই চলে!

BB OTT 3: Ranvir Shorey says he wants Rs 25 lakh, not the trophy
Published by: Sandipta Bhanja
  • Posted:July 25, 2024 5:45 pm
  • Updated:July 25, 2024 6:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কঙ্কণা সেনশর্মার সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটেছে বছর চারেক আগেই। তবে সন্তানের দায়িত্ব দুজনেই সমানভাবে পালন করেন, বলে জানিয়েছিলেন তাঁরা। সম্প্রতি তাঁকে ‘বিগ বস ওটিটি ৩’-তে দেখা যাচ্ছে। সোজাসাপটা কথা, সাদামাটা পোশাক, দেখনদারিহীন সহজ ব্যক্তিত্বে রণবীর শোরে (Ranvir Shorey) রয়েছেন নিজের ছন্দে।

Advertisement

প্রথম দিন থেকেই দর্শকের নজর কেড়েছেন ‘বিগ বস’-এর ঘরের অন্যতম প্রতিযোগী তথা অভিনেতা রণবীর শোরে। তাঁর ঝুলিতে বর্তমানে বলিউডি কাজের সংখ্যা প্রায় নেই বললেই চলে! পর্দায় মুখ দেখাতে না পেরেই কি শেষমেশ ‘বিগ বিস’-এর মতো রিয়ালিটি শোয়ের আশ্রয় নিয়েছেন রণবীর? ওটিটির তৃতীয় সিজন শুরু হতেই অনেকে প্রশ্ন তুলেছিলেন।

এবার শোয়ের মাঝেই আরেক প্রতিযোগী আরমান মালিকের সঙ্গে গল্পচ্ছলে রণবীর শোরে যে কথা ফাঁস করলেন, তা বর্তমানে চর্চার শিরোনামে। কঙ্কণার প্রাক্তন স্বামীর কথায়, “ট্রফি নিয়ে আমি কী করব? আমার শুধু ২৫ লক্ষ টাকা পেলেই হল। ট্রফির থেকেও আমার ওই টাকাটাই দরকার।” শোরের কথায় সায় দিতে দেখা যায় আরমানকেও। আরমান যখন বলেন, ট্রফি দিয়েই টাকা আসবে। তখন এই প্রসঙ্গে রণবীর বলেন, “ট্রফি দিয়ে কী হবে, আমাকে টাকা দিতে হবে।”

[আরও পড়ুন: ‘বান্ধবী’ ইউলিয়ার জন্মদিনে সপরিবারে ‘খান-দান’, ৫৮-তেই বিয়ে পাকা করলেন সলমন?]

সামনেই ‘বিগ বস ওটিটি ৩’। ফাইলানের আশায় দিন গুনছেন প্রতিযোগীরা। ইতিমধ্যেই বিগ বস হাউজ থেকে বেরিয়ে রণবীর শোরে কী করবেন? তার পরিকল্পনা ছকে ফেলেছেন। তাঁর কথায়, বাড়ি ফিরেই ভালো সিনেমা দেখবেন আর ঠান্ডা বিয়ার খাবেন বলে জানিয়েছেন। দিন কয়েক আগেই তাঁর জন্য ডিজাইনার পোশাক পাঠিয়েছিলেন শেহনাজ গিল। সেই বিষয়টি নিয়েও বেশ চর্চা হয়েছিল। এবার ‘বিগ বস’-এর ঘরে আসার মূল উদ্দেশ্য সাফ জানালেন রণবীর শোর।

[আরও পড়ুন: প্রেম-প্রাক্তন বিতর্কের মাঝেই বলিউড ডেবিউ রণজয় বিষ্ণুর, জনপ্রিয় রাজনীতিকের ভূমিকায়]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement