Advertisement
Advertisement
Badshah Donald Trump

‘আর কত চাই?’, মার্কিন মুলুকের কনসার্টেই ‘শুল্ক সম্রাট’ ট্রাম্পকে খোঁচা বাদশার! শ্রোতাদের উল্লাস

আমেরিকায় কনসার্ট করতে গিয়ে অতিরিক্ত শুল্ক নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ ব়্যাপার বাদশার।

Badshah Roasts Donald Trump Over Tariffs During New Jersey Concert
Published by: Sandipta Bhanja
  • Posted:September 9, 2025 9:53 am
  • Updated:September 9, 2025 9:53 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিটেন, সৌদি আরব, কানাডায় সফল কনসার্টের পর এবার মার্কিন মুলুকে মিউজিক্যাল ট্যুরে ব়্যাপার বাদশা। বিগত কয়েক দিন ধরেই উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চলে শো করছেন গায়ক। আর সেদেশের মাটিতে দাঁড়িয়েই নয়া শুল্ক নীতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা বাদশার। কনসার্টে গানের মাধ্যমেই ব্যঙ্গাত্মক ভঙ্গিতে মার্কিন প্রেসিডেন্টকে বিদ্রুপ ভারতের জনপ্রিয় ব়্যাপারের।

Advertisement

বাদশার ‘আনফিনিশড ইউএসএ ট্যুর’ বর্তমানে চর্চার শিরোনামে। কারণ গানকে হাতিয়ার করেই হাস্যরসে ভরপুর ব়্যাপের মাধ্যমে বিশ্বের রাজনৈতিক এবং অর্থনৈতিক ইস্যুগুলি নিয়ে সরব হচ্ছেন তিনি। এবার ৫০ শতাংশ শুল্ক নীতি নিয়ে ট্রাম্পের দেশে দাঁড়িয়ে ট্রাম্পকেই বিঁধতে পিছপা হলেন না বাদশা। ঠিক কী ঘটেছে? সম্প্রতি নিউ জার্সিতে কনসার্ট করতে যান বাদশা। ব়্যাপারকে পেয়ে ততোধিক উল্লাসে ফেটে পড়েন সেখানকার শ্রোতা-দর্শকরাও। শো চলাকালীন মঞ্চে হঠাৎ ‘বীরে দি ওয়েডিং’ সিনেমার ‘তারিফে’ শীর্ষক জনপ্রিয় গানটি ধরলেন বাদশা। এই গানটি আদতে বাদশারই গাওয়া। বিভিন্ন কনসার্টেও ব়্যাপারের কণ্ঠে এই গান শোনার জন্য মুখিয়ে থাকেন তাঁর দর্শক-অনুরাগীরাও। এদিন সেই গানটিকেই পলিটিক্যাল স্যাটায়ারের মোড়কে শোনান বাদশা।

আসল গানে যেখানে বলা হয়েছে, “আর কত ‘তারিফ’ (প্রশংসা) চাই তোমার?” সেখানে মার্কিন মুলুকের কনসার্টে সেই গানের কথা বদলে বাদশা কণ্ঠ ছাড়েন- “কত টারিফ ( শুল্ক) চাই ট্রাম্পের?” আর গানের সেই ব্যঙ্গাত্মক ভঙ্গিতেই দর্শকাসনে তখন করতালির ঝড়! হাসিতে ফেটে পড়েছেন একাংশ। কেউ বা সিটি বাজিয়ে বাদশাকে সমর্থন করেন। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তই বর্তমানে নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরাল। ট্রাম্পকে ‘শুল্ক সম্রাট’ আখ্যা দিয়ে ভারতের ব়্যাপ সম্রাটকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন সকলে।

প্রসঙ্গত, নিজের ব্যর্থতা ঢাকা দিতে রুশ-ইউক্রেন যুদ্ধে ভারতকে দায়ী করেছে আমেরিকা। ট্রাম্প অভিযোগ করেছেন, ভারত রুশ তেল কিনে রাশিয়ার যুদ্ধের মেশিন চালু রাখতে সাহায্য করছে। যদিও চিন ইস্যুতে মুখে কুলুপ এঁটেছেন ট্রাম্প। এহেন পরিস্থিতিতে ৫০ শতাংশ শুল্ক চাপানোর পর নতুন করে ভারতের উপর আরও শুল্ক লাগুর হুমকি দিয়েছে আমেরিকা। তবে গোটা বিশ্বকে শুল্ক নাচ নাচিয়ে সদ্য নিজেই ফাঁদে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! নিত্য ব্যবহৃত পণ্যে শুল্কের কোপে ক্ষোভ বেড়েছে আমেরিকাবাসীর। প্রভাব পড়েছে বন্ধু দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কেও। এমতাবস্থায় আমেরিকায় কনসার্ট করতে গিয়ে শুল্ক নীতি নিয়ে ট্রাম্পকে তোপ বাদশার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement