Advertisement
Advertisement
Babil Khan

বলিউডের স্টারকিডদের তোপ ইরফানপুত্রের! ‘বাবিলকে ভুল বোঝা হচ্ছে’, দাবি মায়ের

অনন্যা পাণ্ডে, অর্জুন কাপুরদের মতো স্টারকিডদের নামে কী বলেছেন বাবিল খান?

Babil Khan is allowed to have difficult days, says Mother Sutapa Sikdar
Published by: Biswadip Dey
  • Posted:May 4, 2025 5:07 pm
  • Updated:May 4, 2025 5:09 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরফান খানের পুত্র বাবিল খানের ভিডিও ঘিরে শোরগোল নেটদুনিয়ায়। সেখানে তাঁকে কাঁদতে কাঁদতে বলিউডের প্রতি ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে। অনন্যা পাণ্ডে, অর্জুন কাপুরদের মতো স্টারকিডদের নামও করেছেন তিনি। যা নিয়ে বিতর্ক ঘনিয়েছে। এই পরিস্থিতিতে ওঁর পরিবারের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেই বিবৃতিতে দাবি করা হয়েছে, ভিডিওয় বাবিলের বক্তব্যকে ভুল বোঝা হচ্ছে। 

Advertisement

প্রসঙ্গত, ভিডিওয় বাবিলকে বলতে শোনা গিয়েছে, ”আমি চাই আপনারা অনন্যা পাণ্ডে, অর্জুন কাপুর, সিদ্ধান্ত চতুর্বেদী, আদর্শ গৌরব, অরিজিৎ সিং এবং আরও অনেকের কথা জানুন। বলিউড পুরো মদ্যপ। বলিউড একেবারে জালিস্য জাল একটা ইন্ডাস্ট্রি। আবার কেউ কেউ দেখি বলিউডকে উন্নত করতে চায় (হাসি)… আমি আপনাদের অনেক কিছু দেখাতে চাই… অনেক কিছু…” ভিডিওটি রেডিটে পোস্ট করেছিলেন বাবিল। পরে তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও উড়িয়ে দেন। জল্পনা শুরু হয়েছে কী হয়েছে ইরফানপুত্রের? কেন তরুণ অভিনেতা এতটা ক্ষুব্ধ? 

এই পরিস্থিতিতে ইরফান জায়া সুতপা শিকদার তাঁদের পরিবারের তরফে সোশাল মিডিয়ায় বিবৃতি প্রকাশ করে জানিয়েছেন, ‘বাবিলের ভিডিওটিকে ভুল বোঝা হচ্ছে। ওই ক্লিপে বাবিল কয়েকজন সতীর্থের প্রশংসাই করেছে, যাদের ভারতীয় ছবিতে অর্থপূর্ণ অবদান রয়েছে বলেই ধারণা ওর। আমরা সংবাদমাধ্যম ও জনতার কাছে আর্জি জানাই, ওর সব কথা শুনে তবেই যেন সিদ্ধান্ত নেওয়া হয়, খণ্ডিত ভিডিও ক্লিপ দেখে নয়।’ 

সেই সঙ্গেই বাবিলকে যে ভালোবাসা দেওয়া হয়েছে সেজন্য ধন্যবাদও জানিয়েছেন তিনি। পাশাপাশি বাবিলের যে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা রয়েছে সেকথারও উল্লেখ করা হয়েছে। বাবিলকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে বলেও আশ্বাস দেওয়া হয়েছে, বাবিল সুস্থ রয়েছেন এবং শিগগিরি তিনি আরও সুস্থ হয়ে উঠবেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ