Advertisement
Advertisement
Tahira Kashyap

হাতে সূর্যমুখী, মনে জেদ, দ্বিতীয়বার ক্যানসারে আক্রান্ত আয়ুষ্মানপত্নী তাহিরা দিলেন লড়াকু বার্তা

কেমন আছেন? আগুন পোস্টে জানালেন তাহিরা কাশ্যপ।

Ayushmann Khurrana’s Wife Tahira Shares Health Update After Breast Cancer Relapse
Published by: Sandipta Bhanja
  • Posted:April 10, 2025 3:25 pm
  • Updated:April 10, 2025 3:25 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য দিবসে নিজের দ্বিতীয়বার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন তাহিরা কাশ্যপ। এবার বাড়ি ফিরে সমস্ত শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানালেন তাঁর আরোগ্য কামনা করার জন্য। বছর সাতেক বাদে আবারও তাঁর শরীরে বাসা বেঁধেছে মারণরোগ। তবে দমে যাওয়ার পাত্রী নন আয়ুষ্মান খুরানার ঘরণি। আবারও শক্ত হাতে হাল ধরে ক্যানসার আক্রান্তদের অনুপ্রেরণা হয়ে দাঁড়ালেন।

Advertisement

বুধবার এক ইনস্টা পোস্টে তাহিরা কাশ্যপ জানিয়েছেন, ‘সকলের ভালোবাসা আর প্রার্থনায় আমি পরিপূর্ণ। আপনাদের প্রার্থনায় সত্যিই জাদু রয়েছে। অসংখ্য ধন্যবাদ সকলকে। বাড়ি ফিরলাম। আপাতত সেরে উঠছি। যাঁরা আমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন তাঁদের অনেককে আমি চিনি আবার অনেককে আমি চিনিও না, তবে তোমাদের সকলের আরোগ্য কামনায় আমি আপ্লুত। আমাকেও অনেকে চেনেন না, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। অচেনা বন্ধনের এই যে অনুভূতি- এটাই তো পরম মানবতা, আর মানবতাই সবচেয়ে বড় আধ্যাত্মিকতা।’ তাহিরা কাশ্যপের এমন বার্তায় আরও একবার তাঁর এই যুদ্ধে পাশে থাকার বার্তা দিলেন অনুরাগী এবং বলিপাড়ার চেনামুখেরা। রাজকুমার রাও যেমন লিখলেন, আমার দেখা সবথেকে শক্তিশালী নারী তুমি। অনেকটা ভালোবাসা। ভার্চুয়াল আলিঙ্গন করলেন টুইঙ্কল খান্না।

২০১৮ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হন আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ। শরীরজুড়ে মারণরোগের ক্ষত দেখিয়ে ‘সাহসী’ তাহিরা জানিয়েছিলেন, তিনি এখন পুরোপুরি রোগমুক্ত। তবে ভাগ্যের কী পরিহাস! বিশ্ব স্বাস্থ্য দিবসেই আয়ুষ্মান পত্নী লিখলেন, ৭ বছর বাদে আবারও তাঁর শরীরে নতুন করে বাসা বেঁধেছে কর্কটরোগ। গত সোমবার সোশাল মিডিয়ায় সেই দুঃসংবাদ ভাগ করে নেন তাহিরা কাশ্যপ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

৭ এপ্রিল, সোমবার বিশ্ব স্বাস্থ্য দিবস। এদিনই দ্বিতীয়বার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর দেন তাহিরা কাশ্যপ। নেটপাড়ায় একটি পোস্ট ভাগ করে তিনি লিখেছেন, ‘বিগত সাত বছর ধরে নিয়মিত চিকিৎসার মধ্যে ছিলাম। তার পরও দ্বিতীয়বার ক্যানসার ফিরে এল। সকলের উচিত নিয়মিত ম্যামোগ্রাম করানো। আমি অন্তত তেমনটাই পরামর্শ দেব।’ এরপরই নাতিদীর্ঘ ক্যাপশনে নিজের জীবনযুদ্ধের কথা বুঝিয়ে দিলেন তাহিরা। লিখেছেন, ‘জীবন যখন আপনাকে লেবু ছুড়ে মারবে, তখন লেমোনেড বানিয়ে খেয়ে নিন। তবে উদারতা দেখানোর পর জীবন যখন দ্বিতীয়বার আপনাকে অনভিপ্রেত অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করায়, তখন আর লেমোনেড নয়, খুব শান্তভাবে সেই লেবু কালা খাট্টায় মিশিয়ে পান করে নিন। এবং খুব ইতিবাচক মনোভাব নিয়ে চুমুক দিন।’ স্ত্রীর জীবনযুদ্ধ দেখে আবেগপ্রবণ আয়ুষ্মান খুরানার মন্তব্য, ‘এবারও তোমার সঙ্গে, তোমার পাশে রয়েছি।’ এরপরই তাহিরার সংযোজন, ‘ব্যাঙ্গাত্মকভাবে বললে, আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। চলুন আমরা জীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিজেদের যত্ন নেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই।’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ