Advertisement
Advertisement
Atlee SRK

‘গুরু’ শাহরুখের পা ছুঁয়ে প্রণাম অ্যাটলির, ‘সংস্কারি’ পরিচালককে কুর্নিশ নেটপাড়ার

দেখুন ভাইরাল ভিডিও।

Atlee touches Shah Rukh Khan's feet at award show, watch
Published by: Sandipta Bhanja
  • Posted:March 11, 2024 4:28 pm
  • Updated:March 11, 2024 4:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘জওয়ান’ ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে পরিচালক অ্যাটলির মায়ের পা ছুঁয়ে প্রণাম করেছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। এবার বলিউডের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দক্ষিণী পরিচালক অ্যাটলিকে দেখা গেল সেই শ্রদ্ধা-সম্মানই ফিরিয়ে দিতে। সকলের সামনেই মঞ্চে ওঠার আগে ‘গুরু’ কিং খানের পা ছুঁয়ে প্রণাম করলেন ‘জওয়ান’ পরিচালক।

Advertisement

সম্প্রতি এক অ্যাওয়ার্ড শোয়ে একসঙ্গে দেখা গিয়েছে অভিনেতা-পরিচালক জুটিকে। যেখানে ব্লকবাস্টার সিনেমা ‘জওয়ান’-এর জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন অ্যাটলি। সেখানেই মঞ্চে রানি মুখোপাধ্যায় তাঁর নাম ঘোষণা করার পরই দর্শকাসনে বসে থাকা শাহরুখের পা ছুঁয়ে মঞ্চে ওঠেন অ্যাটলি। সেই মিষ্টি মুহূর্তের ভিডিও নেটপাড়ায় আপাতত ভাইরাল। ‘সংস্কারি’ পরিচালকের এমন আচরণে কুর্নিশ নেটপাড়ার।

[আরও পড়ুন: অস্কার পেল ‘মেসি’! বো-টাই পরে প্রচারের আলো কেড়ে নিল ‘সুপারস্টার’ সারমেয়]

দক্ষিণী পরিচালক অ্যাটলির হাত ধরে ২০২৩ সালের ব্লকবাস্টার ছবি দর্শকদের উপহার দিয়েছেন ‘জওয়ান’ শাহরুখ। একের পর এক রেকর্ড ভেঙে ‘জওয়ান’ বলিউডের সবচেয়ে জনপ্রিয় সিনেমার শীর্ষে। চলতি বছরেও সেই রেকর্ড এখনও ভাঙতে পারেনি কোনও সিনেমা। ইতিমধ্যেই ‘জওয়ান ২’ ছবির শুটিং শুরু করেছেন অ্যাটলি-শাহরুখ। আবারও একটা ব্লকবাস্টার সিনেমার আশায় বুক বাঁধছেন অনুরাগী দর্শকরা।

[আরও পড়ুন: সরকারি কর্মীদের ‘গালিগালাজ’ রূপঙ্করপত্নীর? বিতর্ক তুঙ্গে উঠতেই মুখ খুললেন চৈতালি]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement