Advertisement
Advertisement
Athiya Shetty

ক্রিকেট বোঝেন না আথিয়া! ভাজ্জির কটাক্ষের পরই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা অভিনেত্রীর

স্বামী রাহুলকে সান্ত্বনা দিয়ে কী বললেন অভিনেত্রী?

Athiya Shetty Motivates Team India After World Cup Defeat | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:November 20, 2023 4:22 pm
  • Updated:November 20, 2023 4:28 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ ফাইনালে ধারাভাষ্য করতে গিয়ে অনুষ্কা শর্মা এবং আথিয়া শেট্টিকে নিয়ে বেফাঁস কথা হরভজন সিংয়ের মুখে! বলেন, “জানি না কতটা ক্রিকেট বোঝে…”। মহিলাদের ক্রিকেটের প্রতি জ্ঞান নিয়ে প্রশ্ন তুলে নিজেই বিপাকে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। নেটপাড়ার একাংশ ছেড়ে কথা বলেনি ভাজ্জিকে। চলতি বিতর্কের মাঝেই এবার মুখ খুলেলন আথিয়া শেট্টি।

Advertisement

চলতি বছরেই কে এল রাহুলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন সুনীলকন্যা আথিয়া শেট্টি। ক্রিকেটারদের ‘লেডি লাক’ নিয়েও গ্ল্যামার দুনিয়াতে বেশ চর্চা হয়। একটা সময়ে বিরাটের খারাপ পারফরম্যান্সের জন্য অনুষ্কা শর্মাকে কম কটাক্ষ শুনতে হয়নি। স্ত্রী হিসেবে তাঁকে ‘অপয়া’ কটুক্তিও শুনতে হয়েছে! তবে এত আক্রমণ হওয়া সত্ত্বেও দমে যাননি অনুষ্কা। বরং বরাবর বিরাটের পাশে থেকেছেন তাঁর সাপোর্ট সিস্টেম হিসেবে। আথিয়ার ক্ষেত্রে সবে সেই অধ্যায়ের শুরুয়াৎ হয়েছে। অতঃপর তিনিও যে লাইমলাইটে থাকবেন, সেটাই স্বাভাবিক।

Newlywed Athiya Shetty steps out without sindoor, mangalsutra, gets trolled

ফাইনাল ম্যাচের দিনও যখন বিরাট-রাহুল জুটি অজি বোলারদের দাপট সামলাচ্ছেন, তখন ক্যামেরার লেন্সে ধরা পড়েছে অনুষ্কা-আথিয়াদের উৎকণ্ঠা। সেই সময়েই এক ধারাভাষ্যকারের মুখে শোনা যায়, “এঁরাও হয়তো ভাবছেন, কোহলি ও রাহুল ক্রিজে টিকে গেলে দলের ভালো হবে।” সেই প্রেক্ষিতেই হরভজন সিং জবাব দেন, “আমি ভাবছিলাম যে এখানে ক্রিকেটের কথা হচ্ছে নাকি সিনেমার? কারণ ক্রিকেটের ব্যাপারে তো এত জ্ঞান নেই!” তাতেই ভাজ্জির বিরুদ্ধে খেপে ওঠেন নেটপাড়ার একাংশ। এবার সেই চলতি বিতর্কের মাঝেই আথিয়া শেট্টি টিং ইন্ডিয়াকে ‘সেরার সেরা’ বলে তকমা দেন।

[আরও পড়ুন: ‘জয় মহাকালী, আয়ো গোর্খালি’, খুকরি নিয়ে গোর্খা রেজিমেন্টের সঙ্গে নাচ ভিকির]

স্বামী রাহুলের বিশ্বকাপের স্বপ্ন ভেঙে চুরমার হওয়ার পর সান্ত্বনা জানিয়ে নিজের ইনস্টা স্টোরিতে গোটা দলের ছবি দিয়ে আথিয়া লেখেন, “এই টিমটা… সেরা টিম।” রোহিত বাহিনী যখন হতাশায় ভেঙে পড়েছে, তখন অনুষ্কার মতো স্বামীকে সামলাচ্ছেন সুনীলকন্যাও। উল্লেখ্য, বিশ্বকাপের আগেই দরাজ গলায় কে এল রাহুল ঘোষণা করেছিলেন যে “স্ত্রীই আমার সবথেকে বড় সাপোর্ট”। স্বপ্নভঙ্গের পরিস্থিতিতে যেন তাঁর সেকথাই সত্যি হল।

[আরও পড়ুন: বিশ্বকাপের দিনই বড়সড় ক্ষতি হল সলমনের! গিয়েছিলেন ফাইনাল ম্যাচ দেখতে]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ