Advertisement
Advertisement
Zubeen Garg

গাফিলতিতেই মৃত্যু জুবিন গর্গের! নর্থ-ইস্ট ফেস্টিভ্যাল আয়োজক সংস্থার বিরুদ্ধে ‘চরম পদক্ষেপ’ অসম সরকারের

জুবিনের মৃত্যুতে বিপাকে উদ্যোক্তা সংস্থা।

Assam Government Blacklists Festival Organiser After Zubeen Garg’s Death
Published by: Sandipta Bhanja
  • Posted:September 24, 2025 6:27 pm
  • Updated:September 24, 2025 6:29 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুবিন গর্গের মৃত্যুতে কাঠগড়ায় সিঙ্গাপুরের অনুষ্ঠান উদ্যোক্তারা। অভিযোগ, উদ্যোক্তাদের গাফিলতির জেরেই প্রাণ গিয়েছে গায়কের! তার ভিত্তিতেই শনিবার মরিগাঁও থানায় দায়ের হয়েছিল এফআইআর। এবার নর্থ-ইস্ট ফেস্টিভ্য়ালের আয়োজক সংস্থার বিরুদ্ধে চরম পদক্ষেপ করল অসম সরকার। কী জানালেন হিমন্ত বিশ্বশর্মা?

Advertisement

সংশ্লিষ্ট সংস্থাকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। হিমন্ত বিশ্বশর্মার ঘোষণা, “শ্যামকানু মোহন্ত এবং তাঁর সঙ্গে যুক্ত যে কোনও সংস্থাকে অসমে কোনওরকম অনুষ্ঠান বা উৎসব আয়োজনে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শুধু তাই নয়, মোহন্তের আর কোনও অনুষ্ঠানের জন্যে অসম সরকারের পৃষ্ঠপোষকতা করবে না। আেরর্থিক অনুদান, বিজ্ঞাপন কিংবা স্পনসরশিপ কিছুই দেওয়া হবে না। ভারত সরকারের কাছেও আর্জি জানাচ্ছি, এই সংস্থাকে যেন ভবিষ্যতে কোনওরকম স্পনসরশিপ না দেওয়া হয় কিংবা আর্থিকভাবে সাহায্য না করা হয়।”

প্রসঙ্গত, অসমে ‘ব্ল্যাক লিস্টেড’ হওয়া শ্যামকানু মোহন্ত ট্রেন্ড এমএমএস প্রাইভেট লিমিটেডের প্রধান কর্মকর্তা। তাঁর সংস্থা সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের পাশাপাশি থাইল্যান্ড, ভিয়েতনাম এবং নয়া দিল্লিতেও একই ধরণের অনুষ্ঠানের আয়োজন করে। জুবিনের মৃত্যুতে সেই সংস্থাকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। জানা গিয়েছে, চতুর্থ নর্থ ইস্ট ফেস্টিভ্যালের উদ্যোক্তা শ্যামকানু মহন্তর বিরুদ্ধে গুয়াহাটির মরিগাঁও থানায় এফআইআর দায়ের করেছেন রাতুল বোরা নামে জনৈক আইনজীবী। তাঁর দাবি, গায়কের মৃত্যুর ঘটনায় মোহন্তর যোগ রয়েছে। রাতুল বোরার অভিযোগ, অনুষ্ঠানের যথাযথ পরিকাঠামো না থাকা সত্ত্বেও শ্যামকানু মহন্ত ইচ্ছে করে জুবিনকে সিঙ্গাপুরে নিয়ে গিয়েছেন। ওঁর ওই সিদ্ধান্তেই গায়কের মৃত্যু হয়েছে। ইভেন্ট ম্যানেজারের বিরুদ্ধে গাফলতির অভিযোগও এনেছেন তিনি।

শুক্রবার জানা যায়, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছে জুবিন গর্গের। গিয়েছিলেন নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে। শনিবার, ২০ সেপ্টেম্বর সিঙ্গাপুরের সেই অনুষ্ঠানে পারফর্ম করার কথাও ছিল গায়কের। তবে তার আগেই সব শেষ! যদিও গায়কের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে! তবে জানা যায়, স্কুবা ডাইভিং করতে গিয়ে ডুবে শ্বাসকষ্ট শুরু হয় জুবিনের। সেখান থেকে তাঁকে উদ্ধার করে সিঙ্গাপুর পুলিশের তরফে হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। ইহলোকের মায়া কাটিয়ে পরলোকের উদ্দেশে রওনা হন বছর বাহান্নর গায়ক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ