Advertisement
Advertisement
Aryan Khan Diljit Dosanjh

শুধু পরিচালক নন, গায়ক হিসেবেও ডেবিউ করলেন শাহরুখপুত্র আরিয়ান, ‘গুরু’ দিলজিৎ দোসাঞ্ঝ

'ব্যাডস অফ বলিউড'-এ বড়সড় সারপ্রাইজ!

Aryan Khan Makes Singing Debut with Diljit Dosanjh's Bads Of Bollywood song
Published by: Sandipta Bhanja
  • Posted:September 11, 2025 7:59 pm
  • Updated:September 11, 2025 7:59 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপারস্টার পিতার স্টার পুত্রসন্তান! অতঃপর বলিউডের পিচে তাঁর ওপেনিং ইনিংস নিয়ে যে চর্চা হবে, তেমনটাই স্বাভাবিক। গত আগস্ট মাসে ‘ব্যাডস অফ বলিউড’-এর পয়লা ঝলকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির কঙ্কালসার রূপ দেখিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন আরিয়ান খান। বলিউডের রাঘব বোয়ালদের ‘দাদাগিরি’ থেকে আন্ডারওয়ার্ল্ড যোগ, ‘ইডলি-বড়া পাও’ তরজায় হিন্দি বনাম দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির লড়াই, এক সিরিজেই যাবতীয় প্লট বুনে চমকে দিয়েছেন বাদশাপুত্র। তবে ‘ব্যাডস অফ বলিউড’-এর সারপ্রাইজ এখানেই শেষ নয়!

Advertisement

বলিউডের জব্বর খবর, পরিচালনার পাশাপাশি মেগাবাজেট এই সিরিজে গানও গেয়েছেন আরিয়ান খান। যার নেপথ্যে ‘গুরু’ দিলজিৎ দোসাঞ্ঝ। প্রসঙ্গত, ‘ব্যাডস অফ বলিউড’-এর প্রথম গান ‘তু পহেলি তু আখরি’ রানি-শাহরুখের যুগলবন্দিতে ইতিমধ্যেই হিট। অন্যদিকে দ্বিতীয় গান ‘বদলি সি হাওয়া’ও প্রকাশ্যে আসার পর চর্চায়। এমন আবহেই তৃতীয় গান প্রকাশ্যে এনে সাড়া ফেলে দিলেন বাদশাপুত্র। যে গানে দিলজিৎ দোসাঞ্ঝের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ‘পরিচালক’ আরিয়ানও। উল্লেখ্য, ‘ব্যাডস অফ বলিউড’-এর জন্য ‘তেনু কি পাতা’ শীর্ষক গানটি গেয়েছেন পাঞ্জাবি পপস্টার। আর সেই গানেই দিলজিতের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন আরিয়ান খান। গানের ঝলকে ফুটে উঠেছে ‘বলিউডি ড্রামা’। আর এই গানের হাত ধরেই এবার গায়ক হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করলেন বাদশাপুত্র।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ব্যাডস অফ বলিউড’-এর ট্রেলারে কখনও সিরিজের ঝলকে ফুটে উঠেছে সিনেইন্ডাস্ট্রির কঠিন পিচে লড়াই করার গল্প, আবার কখনও বা এক স্টার তৈরি হওয়ার কাহিনি। বলিউড তারকাদের স্টারডম, রোম্যান্স-অ্যাকশন থেকে ব্রোম্যান্স, বক্স অফিসের মাতামাতি, পাপারাজ্জি সংস্কৃতি, মশালামুভির সবরকম উপকরণ মজুত ‘ব্যাডস অফ বলিউড’-এ। আরিয়ানের গল্পের নায়ক ‘আসমান সিং’ ওরফে লক্ষ্য। আর সেই চরিত্রের মধ্য দিয়েই বলিউডের বাস্তুতন্ত্রে তারকাদের টিকে থাকার কাহিনি টুকরো কোলাজে তুলে ধরেছেন আরিয়ান। তবে চমক এখানেই শেষ নয়! প্রথমবার তিন খানকে একসঙ্গে দেখা যাবে এই সিরিজে। কিন্তু কোন চরিত্রে? উত্তর পেতে অপেক্ষার আর মাত্র ৭ দিন। কারণ আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘ব্যাডস অফ বলিউড’। তার প্রাক্কালেই গায়ক হিসেবে ডেবিউ করার খবর দিয়ে উন্মাদনার পারদ চড়ালেন আরিয়ান খান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ