সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘হলিউড স্টাইল কার্টুন’ বলে প্রভাসের ‘আদিপুরুষ’ চরিত্রটিকে তুলোধনা করেছিলেন অরুণ গোভিল। এবার মিরাটের বিজেপি সাংসদ আপত্তি তুললেন বলিউড অভিনেতাদের রামের চরিত্রায়ণ নিয়ে। অরুণের মতে, “রাম হওয়ার যোগ্যতা বলিউডের কোনও অভিনেতার নেই।”
রাম বললেই ভারতীয়দের চোখে ভেসে ওঠে অরুণ গোভিলের মুখ। সুদর্শন, সুপুরুষ গেরুয়া বসনধারী সেই রামের চিত্রই আজও দেশবাসীর মনে গেঁথে রয়েছে। টেলিপর্দায় একাধিকবার একাধিক তারকাকে রামের চরিত্রে অভিনয় করতে দেখা গেলেও জনপ্রিয়তার নীরিখে রামানন্দ সাগরের ‘রাম’ অরুণ গোভিলকে আজ পর্যন্ত কেউ টেক্কা দিতে পারেননি। টেলিপর্দায় প্রদর্শিত সেই ‘রামায়ণ’-এর রাম অরুণ গোভিলই এবার বলিউড অভিনেতাদের রামের চরিত্রায়ণ নিয়ে আপত্তি তুললেন ঠিক সেইসময়ে, যখন নীতেশ তিওয়ারির ফ্রেমে কাপুরনন্দন রণবীর ইতিমধ্যেই ‘রঘুনন্দন’ অবতারে শুটিং শুরু করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সমসাময়িক অভিনেতাদের রামের পাদুকায় পা গলানো নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন অরুণ গোভিল।
সাংসদ-অভিনেতার মন্তব্য, “তিন-চারজন তো চেষ্টা করলেন রামের চরিত্রে অভিনয় করার, কিন্তু তাঁরা একজনও সফলভাবে উতরাতে পারেননি। আমার মনে হয় না, আমাদের জীবদ্দশায় আর কারও রামায়ণ পুনর্নির্মাণের চেষ্টা করা উচিত। আর রামের ভূমিকায় অভিনয় করার ক্ষেত্রে আমি একটাই কথা বলব, সেটা হল- বর্তমানকালে যেসব অভিনেতারা রয়েছেন, তাঁরা সকলেই এই চরিত্রে বেমানান। হয়তো বলিউডে বাইরে থেকে কাউকে কাস্ট করলে মানাতে পারে।” অরুণের এহেন মন্তব্যের পরই বলিমহলে একাংশের অনুমান, তাহলে কি টেলিপর্দার ‘রাম’ অরুণের নিশানায় নীতেশের ‘রাম’ রণবীর কাপুর? কারণ বলিউড সুপারস্টারের ‘রামায়ণ’ নিয়ে চর্চার অন্ত নেই সিনেমহলে। এই ছবির জন্য কম কসরত করেননি রণবীর। মদ-সিগারেট ছেড়ে মন দিয়েছিলেন শরীরচর্চা, যোগব্যায়ামে। বলিউড ও দক্ষিণী তারকাদের মিশেলে এই ছবির কাস্টিংও ডাকসাইটে। যদিও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ রণবীরকে ফুলমার্কস দিয়ে আগেই ভবিষ্যদ্বাণী করেছেন যে, “বিশ্বের সেরা রামায়ণ হবে এই সিনেমা।” তবুও বলিউড অভিনেতাদের কাউকেই রামের চরিত্রে দেখতে নারাজ অরুণ গোভিল।
এর আগে ২০২৩ সালে ‘আদিপুরুষ’ রিলিজ হওয়ার পরও প্রভাসের মেগাবাজেট সিনেমাকে তুলোধনা করতে ছাড়েননি অরুণ গোভিল। সেসময়ে কোনও রেয়াত না করেই তিনি বলেছিলেন, “এক্কেবারে হলিউড স্টাইল কার্টুন ফিল্ম। এতবছর ধরে মানুষের মনে রামায়ণ-এর যে ছবি রয়েছে, সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করার কী খুব দরকার ছিল? আমার মনে হয়, ‘আদিপুরুষ’ টিমের সম্ভবত ভগবান রাম-সীতার উপর কোনও বিশ্বাস নেই। তাই এভাবে কাটাছেঁড়া করেছে। আর হনুমানের মুখে এধরণের সংলাপ মোটেই সমর্থন করি না। এসব হজম করা শক্ত। কী চিন্তা করে যে এই সিনেমা বানিয়েছেন তাঁরা, আমি বুঝতে পারছি না। রামায়ণ আমাদের বিশ্বাস। তা নিয়ে এভাবে কাটাছেঁড়া, একেবারে সমর্থন যোগ্য নয়। পুরাণকে অত্যাধুনিকভাবে দেখা মারাত্মক ভুল। ভিএফএক্স-এর কথা ছাড়ুন, চরিত্রগুলোকে যেভাবে দেখানো হয়েছে তা সঠিক নয়। আরও সিরিয়াস হওয়া উচিত ছিল।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.