Advertisement
Advertisement
Arijit Singh Pasoori

‘একটু না হয় গালিগালাজই খেলাম’, পাকিস্তানি গান ‘পাসুরি’র রিমেক নিয়ে মুখ খুললেন অরিজিৎ

আর কী বললেন অরিজিৎ?

Arijit Singh on Pasoori remake| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:June 27, 2023 2:08 pm
  • Updated:June 27, 2023 2:10 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন গাইলেন পাকিস্তানের ‘পাসুরি’ গান! একের পর এক কটাক্ষ উড়ে আসছিল অরিজিৎ সিংয়ের দিকে। পাকিস্তানিরা তো যাচ্ছেতাই বলে অরিজিৎকে নানা কু-মন্তব্য় করছিলেন। এসব দেখে মন ভেঙেছিল অরিজিৎ অনুরাগীদের। এমনকী, কেউ কেউ তো পাকিস্তানের নেটিজেনদের সঙ্গে ঝগড়ায় নেমে পড়েছিলেন। বিতর্কের আগুন যখন দাবানল হয়ে উঠল, ঠিক তখনই মুখ খুললেন অরিজিৎ। সোজা টুইটারে এসে এক অনুরাগীকে গায়ক জানালেন, ”এই গান গেয়ে যে টাকা পেয়েছি, তা আর্থিক ভাবে পিছিয়ে পড়া বাচ্চাদের স্কুলের বার্ষিক তহবিলে দেওয়া হবে। আমাকে গানের প্রযোজকরা তেমনটিই বলেছেন। তাই এই কাজের জন্য একটু গালি গালাজ খেতেই পারি।”

Advertisement

তা ঠিক কী ঘটেছিল?

একেবারে ডাহা ফেল। অরিজিৎ সিংও এ যাত্রায় বাঁচাতে পারেননি। পাকিস্তানিদের কানে যেতেই হই হই রব। অনেকে তো জব্বর খেপেছেন ‘পাসুরি’ গানের বলিউড ভার্সান শুনে।

[আরও পড়ুন: প্রেসিডেন্সি যেন ‘মহব্বতে’র ‘গুরুকূল’! প্রেমে ফরমান, সৃজিতের প্রশ্ন ‘ধাপার মাঠে যাবে?’]

কাণ্ডটা একটু খোলসা করে বলা যাক বরং। খবর আগেই ছিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পাকিস্তানি গান ‘পাসুরি’ এবার শোনা যাবে কার্তিক-কিয়ারার নতুন ছবি ‘সত্যপ্রেম কি কথা’-তে। তখন থেকেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল শুরু হয়ে গিয়েছিল। আর এবার গানটি মুক্তি পেতেই পাকিস্তান থেকে ধেয়ে এল কটাক্ষ। অরিজিৎ সিংয়ের গলায় গান শুনে অরিজিৎ সিংকে একহাত নিল পাকিস্তানিরা। কেউ কেউ লিখলেন, ‘ডিসলাইক বটন টিপে ফেলুন’, কেউ কেউ আবার বললেন, ‘বলিউডের পাসুরি একেবারেই শোনা যাচ্ছে না।’ অনেকের মন্তব্য খুবই বিরক্তিকর।

‘ভুলভুলাইয়া ২’ তে দর্শক থেকে বক্স অফিসের মন জয় করেছিল কিয়ারা আডবাণী ও কার্তিক আরিয়ানের জুটি। সেই পুরনো ম্যাজিককে সঙ্গে নিয়েই এবার রোম্যান্টিক মিউজিক্যাল ছবিতে ফিরছেন কার্তিক ও কিয়ারা। ছবির নাম সত্যপ্রেম কি কথা।

টিজার দেখেই বোঝা গেল এই ছবি হতে চলেছে আদ্যপান্ত প্রেমের ছবি। কাশ্মীরের প্রেক্ষাপটে কার্তিক ও কিয়ারার প্রেম যে জমে উঠবে তার প্রমাণ রয়েছে পাসুরি গানেও।

সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বিয়ের পর পরই এই ছবির শুটিংয়েই ব্যস্ত হয়ে পড়েছিলেন কিয়ারা। কাশ্মীর থেকে ইনস্টাগ্রামে নানা ছবিও পোস্ট করতে দেখা গিয়েছিল তাঁকে।

[আরও পড়ুন: দীর্ঘ ৩৮ বছর পর পর্দায় অমিতাভ-কমল হাসান দ্বৈরথ, ‘Project K’ নিয়ে বড় আপডেট]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ