Advertisement
Advertisement
Arifin Shuvoo

উৎসবেও মনখারাপে ডুবে আরিফিন শুভ, কার কবরের সামনে দাঁড়িয়ে স্মৃতিচারণা অভিনেতার?

কোন বেদনায় কাতর আরিফিন!

Arifin Shuvoo in the memory of his mother on eid

ছবি: ফেসবুক

Published by: Arani Bhattacharya
  • Posted:June 7, 2025 8:34 pm
  • Updated:June 7, 2025 8:35 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার কোরবানির ইদে যখন চারিদিকে উৎসবের আমেজ। ঠিক তখনই মন খারাপ অভিনেতা আরিফিন শুভ’র। ইদের দিন মায়ের কবরের সামনে দাঁড়িয়ে স্মৃতিচারণা করলেন অভিনেতা। 

Advertisement

তখন বৃষ্টি পড়ছে। নতুন জামায় সেজে ছাতা মাথায় দিয়ে আরিফিন চলে গিয়েছিলেন মায়ের কাছে। ঠিক যেখানে মাটির নিচে তাঁর মা ঘুমোচ্ছেন। আগের বছরেও মা তাঁর কাছে ছিলেন এই দিনে। এই যন্ত্রণাই তাঁকে ভীষণ কষ্ট দিচ্ছে, তা বোঝা যাচ্ছে অভিনেতার পোস্টে চোখ রাখলেই।

এদিন সোশাল মিডিয়ায় মায়ের কবরস্থানের ছবি পোস্ট করে আরিফিন লিখেছেন, “মা, তোমার মনে আছে? ছোটবেলায় ইদের দিন নতুন জামা পরে তোমার সামনে গিয়ে দাঁড়ালেই তুমি কী বলতে আমাকে? আজও নতুন জামাটা পরেই তোমার কাছে গিয়েছিলাম। তুমি কি চিনতে পেরেছ আমার ইদের জামার কাপড়টা? আমার গলার চেন খেয়াল করেছিলে? তোমার সব কিছুই আমি খুব যত্নে রেখেছি মা, শুধু রাখতে পারলাম না তোমাকে। আমাদের দেখা হওয়ার দিনে আজ আকাশটাও কাঁদছিল, মা। আমি কিন্তু আজ একটুও কাঁদিনি। তোমার স্মৃতিগুলো নিয়েই আছি, ইদ মোবারক, মা।”

 

আরিফিনের পোস্টের প্রতিটি লাইনে মাকে হারিয়ে ফেলার আক্ষেপ, যন্ত্রণা স্পষ্ট। গত বছর বার্ধক্যজনিত কারণে দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত হন অভিনেতার মা। উৎসবের দিনগুলোতে প্রিয়জনদের কথা বেশি করেই মনে পড়ে। ব্যাতিক্রম নন আরিফিন শুভও। মায়ের স্মৃতিচারণ করেই উৎসবের দিনটি উদযাপন করেছেন অভিনেতা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ